মোঃ নিয়ামুল ইসলাম আকন্ঞ্জি,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মায়ের সঙ্গে অভিমান করে ১২ তলা ছাদ থেকে লাফ দিয়ে শিপা আক্তার (১৩) নামে এক মাদরাসা শিক্ষার্থী আত্মহত্যা করেছে।
বৃহস্পতিবার ২ নভেম্বর দুপুরে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেন। এদিন বেলা ১১টার দিকে উপজেলার সোনারামপুর গ্রামে এ ঘটনা ঘটে।
শিপা আক্তার উপজেলার সোনারামপুর ইউনিয়নের সোনারামপুর গ্রামের পূর্ব পাড়ার মোল্লা বাড়ির ইকবাল হোসেনের মেয়ে।
হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা যায়, শিপা আক্তার স্থানীয় একটি মহিলা মাদরাসায় পড়েন। কিন্তু শিপা প্রতিদিন মাদরাসায় যেতো না। আজকে সকালে শিপাকে মাদরাসায় যেতে বলেন তার মা সুহেদা বেগম। কিন্তু শিপা যেতে না করেন। পরে তার মা শিপাকে শাসন করলে সে রাগ করে। শিপা তার মায়ের সঙ্গে অভিমান করে বাড়ি থেকে ১০০ গজ দূরে ১২ তলা বিশিষ্ট গ্রীন টাওয়ারের ছাদ থেকে লাফ দিয়ে গুরুত্ব ভাবে আহত হয়। পরিবারের সদস্যরা শিপাকে দ্রুত আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাহিদ আহমেদ বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মায়ের সাথে অভিমান করে ছাদ থেকে লাফিয়ে কিশোরী আত্মহত্যা করেছে।