নবীনগরে কেরির ট্যাবলেট খেয়ে মানষিক রোগীর আত্মহত্যা 

ব্রাহ্মণবাড়িয়া, 1 November 2023, 122 বার পড়া হয়েছে,
মোঃ নিয়ামুল ইসলাম বলেন,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে কেরির ট্যাবলেট খেয়ে সিদ্দিক মিয়া (৪৮) নামে এক মানষিক রোগী আত্মহত্যা করেছে।
বুধবার ১ নভেম্বর বিকাল পৌনে ৫টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সিদ্দিক মিয়া মারা যান৷ লাশটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
সিদ্দিক মিয়া উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের বিদ্যাকুট গ্রামের মৃত হাজী ফিরোজ মিয়ার ছেলে।
নিহতের চাচাতো ভাই নোয়াব মিয়া জানান, সিদ্দিক মিয়া মানুষিক রোগী ছিলেন। যখন যা মনে চেয়েছে তা করেছে, অনেক সময় আমাদেরকেও মারধোর করেছে। গত দুই বছর আগেও বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছিল। একই ভাবে আজকে বুধবার সকাল ১০ টার দিকে সবার অজান্তে কেরি ট্যাবলেট খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পরে সিদ্দিক মিয়াকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসাইন জানান, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক ব্যক্তি মারা গেছে। ধারণা করা হচ্ছে, মানসিক অস্থিরতা ও হতাশাগ্রস্ত  হয়ে তিনি আত্মহত্যা করেছেন। লাশ ময়নাতদন্তের পর নিহতের পরিবারের কাছে হস্তান্তর করেছি।