নাশকতা এড়াতে ব্রাহ্মণবাড়িয়ায় ম্যাজিস্ট্রেটসহ যৌথ বাহিনী

ব্রাহ্মণবাড়িয়া, 31 October 2023, 97 বার পড়া হয়েছে,
নিউজ ডেস্ক : বিএনপি-জামাতের ডাকা ৩দিনের অবিরোধকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় যৌথ বাহিনী মাঠে নেমেছে। সোমবার (৩০ অক্টোবর) রাতে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবি, পুলিশ, র‍্যাব, আনসার সমন্বয়ে দল টহল শুরু করেছে। আগামী তিনদিন অবরোধকে সামনে রাখে মাঠে কাজ করছে এই যৌথ বাহিনী।
জানা যায়, গত ২৮ অক্টোবর রাজধানীতে পৃথক সমাবেশের ডাক দেয় জাতীয়বাদী দল (বিএনপি) ও বাংলাদেশ জামায়াতে ইসলামী। সে দিন পুলিশের সাথে বিএনপির ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় এক পুলিশ নিহত সহ হতাহতের ঘটনা ঘটে। এরপর দিন ২৯ অক্টোবর দেশব্যাপী সকাল সন্ধ্যা হরতালের ডাক দেয় বিএনপি ও জামায়াত। হরতাল শেষে রাতে ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত সড়ক, রেলপথ ও নৌপথে অবরোধের ঘোষণা দেয় বিএনপি। জামায়াতও পৃথক ভাবে একই সময়ে অবরোধের ঘোষণা করে। এরই প্রেক্ষিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানমালের নিরাপত্তায় কাজ শুরু করেছে।

ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন জানান, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তায় বাংলাদেশ পুলিশ বদ্ধপরিকর। অবরোধকে সামনে রেখে যে কোন প্রকার নাশকতা এড়াতে আমরা কাজ করে যাচ্ছি। তাই সোমবার রাত থেকে গুরুত্বপূর্ণ স্থান ও সড়কে যৌথ বাহিনী টহল দিচ্ছে। এই যৌথ বাহিনীতে বিজিবি, পুলিশ, র‍্যাব ও আনসার বাহিনীর সদস্যরা রয়েছেন।

এই বিষয়ে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সৈয়দ আরমান আরিফ জানান, ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে যৌথ বাহিনীতে বিজিবির সদস্যরাও কাজ করছে। জেলার মহাসড়ক ও গুরুত্বপূর্ণ স্থান গুলোতে এই যৌথ টহল কাজ করবে। প্রয়োজনীয় সংখ্যক বিজিবি সদস্য এই টহলে অংশ নিয়েছে।