ব্রাহ্মণবাড়িয়ায় হরতালে মাঠে দেখা যায়নি বিএনপিকে, সবকিছুই ছিল স্বাভাবিক

ব্রাহ্মণবাড়িয়া, 29 October 2023, 30 বার পড়া হয়েছে,
নিউজ ডেস্ক : রোববার (২৯ অক্টোবর) দেশব্যাপী সকাল সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে বিএনপি ও জামায়াত। এই হরতালের কোন প্রকার প্রভাব পড়েনি ব্রাহ্মণবাড়িয়ায়। সকাল থেকেই জেলা শহরে যানচলাচল ছিল স্বাভাবিক। পাশাপাশি দোকানপাটও ছিল খোলা। বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের কাউকে দেখা যায়নি। পুলিশের ভূমিকা ছিল চোখে পড়ার মতো।
সকাল থেকে শহরের বিভিন্ন স্থান ঘুরে দেখা গেছে, জেলা শরের কাউতুলী মোড় থেকে সিএনজি চালিত অটোরিকশা আখাউড়া ও কসবার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। ভাদুঘর বাস টার্মিনাল থেকে চট্রগ্রাম ও ঢাকার উদ্দেশ্যে যাত্রীবাহী বাস ছেড়ে যাচ্ছে। কুমিল্লা সিলেট মহাসড়ক ও ঢাকা সিলেট মহাসড়কে যান চলাচল স্বাভাবিক ছিল। শহরের প্রধান সড়ক টিএ রোড, কোর্ট রোড, সড়ক বাজার, হাসপাতাল রোড, কুমারশীল মোড়, নিউ সিনেমা হল রোড, টেংকের পাড়, মেড্ডায় সব দোকান খোলা ছিল।

এদিকে, সকাল থেকে শহরের বঙ্গবন্ধু স্কয়ারে আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠন নেতাকর্মীরা জমায়েত হতে থাকেন। সেখানে জেলার নেতৃবৃন্দ হরতাল বিরোধী বক্তব্য রাখেন। এছাড়াও শহরে জেলা ছাত্রলীগের হরতাল বিরোধী মিছিল অনুষ্ঠিত হয়।মিছিলটি টিএ রোড থেকে শুরু হয়ে সরকারি কলেজের সামনে গিয়ে শেষ হয়।

তবে হরতালে মাঠে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের কাউকে চোখে পড়েনি। সকালে যুবদল ও ছাত্রদলের একাংশের নেতাকর্মীরা শহরের খালপাড় এলাকায় ঝটিকা মিছিল করে। মিছিলটি কিছুদূর এগুলোতেই পুলিশ আসার খবরে ছত্রভঙ্গ হয়ে যায়। তারপর আর তাদের অবস্থান লক্ষ্য করা যায়নি।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, শহরের গুরুত্বপূর্ণ মোড়ে পুলিশ মোতায়েন করা আছে। যে কোন অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত পুলিশ।