সরাইল শাহজাদাপুর ইউনিয়ন ছাত্রলীগের কার্যালয় উদ্বোধন করলেন এমপি শিউলী আজাদ

ব্রাহ্মণবাড়িয়া, 16 October 2023, 90 বার পড়া হয়েছে,

মো. রুবেল মিয়া : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার ৯ নং শাহজাদাপুর ইউনিয়ন ছাত্রলীগের কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়েছে।

এ উপলক্ষ্যে শনিবার, ১৪ ই অক্টোবর, বিকালে শাহজাদাপুর ইউনিয়নের ছাত্রলীগের উদ্যোগে উক্ত ইউনিয়নের দেওড়া হাই স্কুল মাঠ প্রাঙ্গণে এক আলোচনা সভা আয়োজন করা হয়।উক্ত অনুষ্ঠানে উদ্বোধন করেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ইফতেখার আহমেদ চৌধুরী সজিব।

শাহজাদাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. ছায়েফ উল্লাহ ঠাকুরের সভাপতি অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন মহিলা সাংসদ -৩১২ ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক উম্মে ফাতেমা নাজমা বেগম ওরফে শিউলী আজাদ, এতে স্বাগত বক্তব্য দেন শাহজাদাপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি প্রার্থী মোঃ স্বপন মিয়া সরকার। এতে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা ছাত্রলীগের উপ-ক্রিয়া বিষয়ক সম্পাদক মোঃ রুবেল শিকদার, জেলা ছাত্রলীগ উপ-আপ্যায়ন বিষয়ক সম্পাদক মো. আশ্ররাফুজ্জামান তারিফ, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. শরিফ উদ্দিন, সাধারন সম্পাদক ইশতিয়াক আহমেদ বাপ্পি প্রমুখ।

এছাড়াও সভায় বক্তব্য দেন শাহজাদাপুর ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শেখ লুৎফর রহমান ,শাহজাদাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আরিফ চৌধুরী শিপন, স্থানীয় ৭নং ওয়ার্ড মেম্বার ও আওয়ামী লীগের নেতা আলী রাজা, ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সারুয়ার আহমেদ চৌধুরী, শাহজাদাপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা সানোয়ার চৌধুরী, শাহবাজপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগ সভাপতি কাজী সালাম,শাহজাদাপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি শেখ মুন্না, শাহজাদাপুর ইউনিয়ন যুবলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক মো.শিপন চৌধুরী উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ জিতু রহমান, শাহজাদাপুর ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবকলীগ সভাপতি শেখ মো. জুয়েল (মেম্বার) প্রমুখ।

সভাটি যৌথভাবে সঞ্চালনা করেন শাহজাদাপুর ইউনিয়ন ছাত্রলীগ নেতা মো. রুবেল হোসাইন ও শাহজাদাপুর ইউনিয়ন যুবলীগ সাবেক যুগ্ম- আহ্বায়ক মো. আলী হায়দার।

পরে উক্ত ইউনিয়নের দেওড়া হাই স্কুল মোড় এলাকায়
ফিতা কেটে শাহজাদাপুর ইউনিয়ন ছাত্রলীগ এর কার্যালয়ের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি এমপি শিউলী আজাদ। এ সময় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সু-স্বাস্থ্য মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত।