সরাইলে টর্নেডোর আঘাতে ক্ষতিগ্রস্তদের পাশে এমপি শিউলী আজাদ

ব্রাহ্মণবাড়িয়া, 7 October 2023, 81 বার পড়া হয়েছে,

সরাইল থেকে মারুফ আহাম্মেদ : ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলে টর্নেডোর আঘাতে ক্ষতিগ্রস্তদের পাশে দাড়ালেন জনবান্ধন নেত্রী এমপি শিউলী আজাদ। খবর পেয়ে তাৎক্ষণিক ঝড় বৃষ্টি উপেক্ষা করে ঘটনাস্থলে ছুটে যান এই মহিলা সাংসদ ও উপজেলা আওয়ামী সাধারন সম্পাদক উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলী আজাদ। এ সময় তিনি ক্ষতিগ্রস্তদের মাঝে কাপড়চোপড় সহ নগদ অর্থ বিতরণ করেন। তাৎক্ষণিক বৃষ্টি উপেক্ষা করে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা প্রদান করায় বিভিন্ন মহলে তিনি বেশ প্রশংসীত হচ্ছেন।

মহিলা সাংসদ -৩১২ উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলী আজাদ গণমাধ্যমকে বলেন, খবর পেয়ে আমি তাৎক্ষণিক বৃষ্টির মধ্যের দিয়ে ঐ এলাকায় ছুটে যাই এবং ক্ষতিগ্রস্তদের কাপড়চোপড় সহ আর্থিক সহায়তায় প্রদান করেছি। ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদানের জন্য পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

উল্লেখ্য, শুক্রবার (৬ অক্টোবর) বিকালে সরাইল থানাধীন শাহবাজপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের লাল মিয়া পাড়া গ্রামের মেরাতলী এলাকায় টর্নেডোর ২০ টিনশেড ঘরে আঘাত করে। এ সময় সাত থেকে আটটি বসতঘরসহ অনন্ত ১২টি বিভিন্ন ধরনের দোকানপাট লন্ডভন্ড হয়ে যায়। এ সময় ঝড়ে বেশ কিছু গাছ উপড়ে পড়ে।