ব্রাহ্মণবাড়িয়ায় বাবার সঙ্গে অভিমান করে কিশোরের আত্মহত্যা

ব্রাহ্মণবাড়িয়া, 7 October 2023, 32 বার পড়া হয়েছে,
নিউজ ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার বাবার সঙ্গে অভিমান করে শান্ত মিয়া (১৮) নামে এক কিশোরের কেঁরি পোঁকা মারার ট্যাবলেট খেয়ে আত্মহত্যার করেছে। শনিবার (৭ অক্টোবর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মেডিসিন বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত শান্ত মিয়া পৌর শহরের শিমরাইলকান্দি এলাকার পশ্চিম পাড়ার শাহ আলমের ছেলে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসলাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শান্তকে বসে না থেকে কাজ করে পরিবারের দায়িত্ব নিতে তার বাবা বকা দেন। এতে শান্ত অভিমান করে গত বৃহস্পতিবার সন্ধ্যার দিকে কেড়ি পোঁকা মারার ট্যাবলেট খেয়ে আত্মহত্যার চেষ্টা করে। টের পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। দুইদিন চিকিৎসার পর আজকে শান্ত মারা যান।

তিনি আরও জানান, স্বজনরা থানায় এসেছে। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের পর মরদেহ স্বজনদের কাছ হস্তান্তর করা হবে।