ফুটবল খেলতে ত্রিপুরা গেল চট্টগ্রামের সাংবাদিক প্রতিনিধি দল

ব্রাহ্মণবাড়িয়া, 28 September 2023, 96 বার পড়া হয়েছে,
নিউজ ডেস্ক : ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় গেল চট্টগ্রামের জার্নালিস্ট স্পোর্টস ক্লাবের প্রতিনিধি একটি দল। ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের আমন্ত্রণে ইন্দো-বাংলা ফ্রেন্ডশিপ ফুটবল ম্যাচে অংশ নিতে মঙ্গলবার দুপুরে আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট সীমান্ত পথে দলটি ত্রিপুরায় যায়।

বাংলাদেশ দলটি দুপুরে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে পৌঁছলে সাংবাদিকদের ফুলেল অভ্যর্থনা জানান আখাউড়া উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মহিউদ্দিন মিশু।

প্রতিনিধি দলের প্রধান মোহাম্মদ ফারুক জানান, প্রতিবেশী দুই দেশের সাংবাদিকদের সম্পর্ক দৃঢ় করতে ভারতের ত্রিপুরা রাজ্যের সাংবাদিকদের নিমন্ত্রণে চট্টগ্রামের জার্নালিস্ট স্পোর্টস ক্লাবের সদস্যরা আগরতলায় যাচ্ছি। সেখানে বুধবার সকাল ৯টায় আগরতলা উমাকান্ত মিনি স্টেডিয়ামে এ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে।

চার দিনের সফরে চট্টগ্রামের সাংবাদিকরা ফুটবল ম্যাচ খেলার পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, বিধানসভা পরিদর্শন, সেখানকার সাংবাদিক নেতা ও বাংলাদেশ সহকারী হাইকমিশনের সঙ্গে সাক্ষাৎসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।

২৪ জনের প্রতিনিধি দলে রয়েছেন- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম মহাসচিব মহসীন কাজী, সাবেক যুগ্ম মহাসচিব আসিফ সিরাজ, নির্বাহী সদস্য আজাহার মাহমুদ, এজেডএম হায়দার, দলনেতা মোহাম্মদ ফারুক, আখাউড়া উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মহিউদ্দিন মিশু, সাইফুল্লাহ চৌধুরী, শাহনেওয়াজ রিটন, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, প্রণব বল, ফরিদ উদ্দিন খোকন, সুবল বড়ুয়া, সুজিত সাহা, সুমন গোস্বামী, বিপ্লব পার্থ, মো. দিদারুল আলম চৌধুরী, মিনহাজুল ইসলাম, সাখাওয়াত হোসেন টিপু, সাইফুল ইসলাম, সুজন আচার্য, রবিন চৌধুরী ও আবদুস সাত্তার। সফর শেষে আগামী ২৯ সেপ্টেম্বর তাদের দেশে ফেরার কথা রয়েছে।