ফসিল আকারের গাছ

সোসাল মিডিয়া, 26 September 2023, 216 বার পড়া হয়েছে,
সোশ্যাল মিডিয়া : থাইল্যান্ডের উত্তরাঞ্চলে ফসিল আকারে গাছটি পাওয়া গেছে। গাছটির উচ্চতা ৭২.২ মিটার বা প্রায় ২৩৭ ফুট। ভেঙ্গে পড়ার আগে উচ্চতা ছিল ১০০ মিটার বা ৩২৮ ফুট। গাছটি প্রাগৈতিহাসিক। বয়স আট লক্ষ বছর। নিউজটা দেখার পর থেকেই মাথায় ঘুরছে আট লক্ষ বছর আগে পৃথিবী কেমন ছিল? প্রেম আশেপাশে থাকলে জিগ্যেস করলেই গড়গড় করে বলে দিতো। কিন্তু ভোর পাঁচটা বাজে। পরিবেশ বিজ্ঞানে যতোটুকু পড়েছিলাম তখন তুষার যুগে শেষ হয়ে প্রকৃতি একটা ট্রানজিশনে যাচ্ছে। থাইল্যান্ডে ট্রপিক্যাল আবহাওয়া। কিন্তু এই বিশাল গাছটি কেন ভেঙ্গে মাটি চাপা পডলো? তারপর যোগসূত্র খুঁজে পেলাম। ৭.৯ লক্ষ বছর আগে লাওস- কম্বোডিয়া এলাকায় একটি বড উল্কাপিন্ড আঘাত হানে যাতে পৃথিবীর দশ শতাংশ ঘন ধুলার আবরণে ঢেকে যায়। হয়তো তখন ভেঙ্গে পড়েছে গাছটি।
দূর কল্পনায় সেই প্রগৈতিহাসিক সময়টা ভাবতে ভাবতে অদ্ভূত রকমের অনুভূতি হয়। এই পৃথিবীতে মানুষেরও আগে ডাইনোসর বাস করতো, তারাও উল্কাপিন্ডের আঘাতে বিলুপ্ত হয়ে গেছে। বিজ্ঞানীরা গবেষণায় দেখেছেন প্রতি সাত থেকে আট লক্ষ বছর পর পর বড় কোন উল্কাপিন্ড আঘাত করেছে পৃথিবীকে। নজরও রাখা হচ্ছে এরকম বড় বড় কয়েকটার দিকে। আবার যে আঘাত হানবে না তার নিশ্চয়তা নাই। ভাবতে ভাবতে মনে হলো, ধুত, আজ শনিবার, ছুটির দিন। এসব না ভেবে আরেকটু ঘুমিয়ে নিই!