চলে গেলেন ব্যতিক্রমী বাদল ভাই

সোসাল মিডিয়া, 6 July 2021, 1099 বার পড়া হয়েছে,

চলে গেলেন ব্যতিক্রমী বাদল ভাই বলবেন না, শাহীন তোমায় নিয়মিত দেখি …

ব্যতিক্রমী ছিলেন বাদল ভাই । দারুন স্মার্ট। সুন্দর। হাসিটাও অনেকের চেয়ে আলাদা, কথা বলার ঢং। অত্যন্ত বন্ধু বৎসল ছিলেন। বন্ধুদের নিয়ে বন্ধনেই বেশী দেখেছি। আমার স্কুল বয়স থেকে চেনা।খুব শ্রদ্ধা করতাম। দেখা হলেই বলতেন, শাহীন, তোমায় নিয়মিত দেখি। ভাল লাগে। আমাকে দেখার সেই মানুষটি চলে গেলে আজ বিকেলে । শহরের কাজীপাড়া গোকর্ণ রোডের বাসিন্দা বাদল ভাই । হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে রাজেউন)। উনার বন্ধুদের মনে কতটুকু শোক অনুভব করছি, পরিবার পরিজনের প্রতি সমবেদনা। মহান আল্লাহ বাদল ভাইকে শান্তিতে রাখুন, আমিন।

সিনিয়র সাংবাদিক, আল-আমিন শাহীন এর ফেসবুক থেকে।