ব্রাহ্মণবাড়িয়া ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া, 15 August 2023, 244 বার পড়া হয়েছে,

নিজস্ব প্রতিবেদক : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৫ আগস্ট) জাতির জনক শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে সকাল ৯.৩০ মি. থেকে বেলা ২.৩০ মি. পর্যন্ত এ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

এক্সিকিউটিভ বোর্ড মেম্বার এইচ এম জাকারিয়া জাকিরের সার্বিক তত্ত্বাবধানে ও ‘আমরাই আগামীর চোখ’ সামাজিক সংগঠনের সহযোগীতায় দুইজন চিকিৎসক ডা. আব্দুল মতিন সেলিম কনসালটেন্ট কার্ডিওলজি, ও ডা. জিনিয়া আহমেদ চৈতি কার্ডিও ভাসকুলার সার্জন চিকিৎসা সেবা প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিন্টু ভূমিক, প্রশাসনিক কর্মকর্তা জাকারিয়া বাবু, জাতীয় মানবাধিকার সোসাইটি ব্রাহ্মণবাড়িয়া শাখার সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ খোকন, শফিকুল ইসলাম তৌছির সহ-সভাপতি জেলা সেচ্ছাসেবক লীগ, আদিত্ব্য কামাল সম্পাদক জনতার খবর, সৈয়দ রুম্মান সভাপতি ‘আমরাই আগামী চোখ’, কোহিনুর আক্তার প্রিয়া সহ-সভাপতি, নাঈম ইসলাম যুগ্ম সাধারণ সম্পাদক, সিরাতুল মুস্তাকিন রুহান সাংগঠনিক সম্পাদক, এনামুল হক পায়েল অর্থ সম্পাদক, আশরাফুল দপ্তর সম্পাদক, জাকিয়া সুলতানা কার্যকারী সদস্য, আকিকুর রহমান রাফসান কার্যকারী সদস্য, আশরাফুল হক সুমন প্রমুখ।
উল্যেখ্য ব্রাহ্মণবাড়িয়া ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব ঢাকা এর একটি অলাভজনক অঙ্গ প্রতিষ্ঠান। এতে বিশেষজ্ঞ ডাক্তারগণ ২৪ ঘন্টা সকল রোগের জরুরী চিকিৎসা সেবা দিয়ে থাকে। এছাড়াও প্রতি রবিবার বিশেষজ্ঞ ডাক্তারগণ বিনামূল্যে রোগীদের চিকিৎসা সেবা প্রদান করে থাকেন।