আখাউড়ায় প্রেমে বাধা, কিশোরীর আত্মহত্যা

ব্রাহ্মণবাড়িয়া, 3 August 2023, 124 বার পড়া হয়েছে,
নিউজ ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় প্রেমে বাধা দেওয়ায় বিষপানে আত্মহত্যা করেছে সানজিদা আক্তার নামে ১৪ বছরের এক কিশোরী। সোমবার রাতে উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের সীমান্তবর্তী জয়নগর গ্রামে এ ঘটনা ঘটে। মঙ্গলবার সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে পুলিশ।

নিহত সানজিদা জয়পুর গ্রামের প্রবাসী নোয়াব মিয়ার মেয়ে। সে একটি মাদ্রাসায় ১০ম শ্রেণির ছাত্রী ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একই গ্রামের দিলু মিয়ার পুত্র নুর মোহাম্মদ নামে এক ছেলের সঙ্গে সানজিদার প্রেমের সম্পর্ক গড়ে উঠে। মেয়ের পরিবার বিষয়টি মেনে নিতে পারেনি। সম্প্রতি মেয়েটিকে তার পরিবার কুমিল্লায় এক আত্মীয়ের বাড়িতে পাঠিয়ে দেয় কিন্তু ছেলেটি সেখানে গিয়েও মেয়ের সঙ্গে যোগাযোগ রাখার চেষ্টা করলে মেয়ের পরিবার জানতে পেরে তাকে বাড়িতে নিয়ে আসে। এ নিয়ে পরিবারের লোকজন সানজিদাকে শাসন করেন।

এ ঘটনায় সোমবার সন্ধ্যায় সে বিষপান করে অসুস্থ হয়ে পড়ে। পরিবারের লোকজন বুঝতে পেরে তাকে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়। পরে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা নেওয়ার পথে রাত সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়।

আখাউড়া মনিয়ন্দ ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মো. ফিরোজ খন্দকার বলেন, প্রতিবেশী একটি ছেলের ওই মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল কিন্তু বিষয়টি মেয়ের পরিবার মেনে নিতে পারেনি। এ ঘটনায় বিষ খেয়েছে বলে শুনেছি।

আখাউড়া থানার ওসি আসাদুল ইসলাম বলেন, খবর পেয়ে সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠায়। প্রেমঘটিত বিষয় থেকে আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে তথ্য পেয়েছি। তবে এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ আসেনি।