আর কি হবে শুভ দেখা -গীতিকার ও সুরকার বাউল শিল্পী মিজান সরকার

জনতার কন্ঠ, 31 July 2023, 202 বার পড়া হয়েছে,
আমার সুখ লেখা নাই এই কপালে
কষ্ট নামের এ জীবন
আর কি হবে শুভ দেখা,
ওরে আমার পাগল মন
বুঝাইলে বুঝেনা মনে হায়রে কি
যে করি মনে লয় মরিয়া যাইতাম
খাইয়া বিষের ভরি,
পাইলে আমার প্রাণ বন্ধুরে
আমার সব জ্বালা হয়তো বারণ
আমায় থুইয়া কারবার সনে
সোনাই প্রেমের গান বলেছিলে
আমায় তুমি সবই করলে দান,
এ-ছিল প্রেমের প্রতিদান
আমারে করলা হরন,
চটি পাড়ার মিজান সরকার
চোখের জলে ভাসি,
লোকে বলে আমায়
দেখলেও ওই না খুলবিনাসি
দেখলে তোমার মুখের হাসি
হয়ে যেন প্রেমের রোপন।