অবসরে গেলেন ম্যাজিস্ট্রেট রোকন উদ-দৌলা

জনতার কন্ঠ, 23 February 2022, 241 বার পড়া হয়েছে,

ভেজাল খাবারের বিরুদ্ধে গণজোয়ার সৃষ্টিকারী রোকন উদ-দৌলা সরকারি চাকরি থেকে নীরবে অবসর নিয়েছেন। গত বছর ৩১ ডিসেম্বর চাকরিতে ছিল তার শেষ কর্মদিবস।ভেজাল খাবারের বিরুদ্ধে এখন মানুষের যে সচেতনতা তার শুরুটা হয়েছিল রোকন উদ-দৌলার হাত ধরে। ২০০৫ থেকে ২০০৭ সাল পর্যন্ত তিনি প্রায় প্রতিদিন অভিযান চালিয়েছেন ভেজাল খাবার উৎপাদনের উৎসস্থলে।হানা দিয়েছেন কারখানা থেকে কারখানায়। ভেজাল উৎপাদনকারীরা ভয়ে তটস্থ থাকতেন এই বুঝি দলবল নিয়ে গেটে কড়া নাড়ছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রোকন উদ-দৌলা!’

রোকন উদ-দৌলা ভেজালবিরোধী অভিযানে মামলা করেছেন ১ হাজার ৭১৮টি, বিশেষ ক্ষমতা আইনে আরও ২৪টি। জরিমানা করেছেন ৯ কোটি ৫৫ লাখ টাকা, অপরাধী হিসেবে চিহ্নিত করেছেন ৪৭৫ জনকে, বন্ধ করেছেন ৩০০টি ভেজাল উৎপাদনকারী প্রতিষ্ঠান।

দেশবাসী জানে না এমন আরেকজন রোকনউদ্দৌলা তৈরি হবে কিনা !ভেজালকারীরা ভীত থাকবে কিনা ভেজাল করতে।