সরাইলে প্রীতি ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া, 30 July 2023, 122 বার পড়া হয়েছে,
মো. রুবেল মিয়া : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে উৎসবমুখর পরিবেশে এক প্রীতি ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।উক্ত খেলাটি উদ্বোধন করেন স্থানীয় কালিকচ্ছ ইউপির ৯ নং ওয়ার্ড মেম্বার আমজাদ হোসেন।
স্থানীয় যুবকদের উদ্যোগে শুক্রবার (২৮জুলাই)  উপজেলার কালিকচ্ছ  ইউনিয়নে বিশুতারা গ্রামে এ ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় অংশগ্রহণ করেন স্থানীয়  বিশুতারা ও সিদ্ধেশ্বরী গ্রামের  গ্রেজুয়েট বনাম নন গ্রেজুয়েট দুটি দল। ২-৩ গোলে বিজয়ী হয় নন গ্রেজুয়েট দল।
বিশুতারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও আ’লীগ নেতা মো. তোফাজ্জল ইসলাম সভাপতিত্বে অনুষ্ঠিত খেলায় প্রধান অতিথি ছিলেন ডা. শেখ মুহাম্মদ  আব্দুল্লাহ আল রাফি।
এতে বিশেষ অতিথি ছিলেন কালিকচ্ছ ইউপির চেয়ারম্যান মো. ছায়েদ হোসেন, কালিকচ্ছ ইউনিয়নে আ’লীগের সভাপতি মুজিবুর রহমান প্রমুখ। এছাড়াও  এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উক্ত খেলাটি পরিচালা করেন স্থানীয় ৯ নং ওয়ার্ড আ’লীগের সাধারন সম্পাদক মুজিবর রহমান (রানু)।