অবসরপ্রাপ্ত সৈনিক সমাজ কল্যাণ সমিতির ৪৩ বছর পূর্তি ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া, 15 July 2023, 125 বার পড়া হয়েছে,
শাহাদাত হোসেন সোহেল,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে অবসরপ্রাপ্ত সৈনিক সমাজ কল্যাণ সমিতির  ৪৩ বছর পুর্তি উপলক্ষে পূর্তি ও ঈদ পূনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলার মহিলা কলেজ প্রাঙ্গনে এ পূর্তি উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন সৈনিক পরিবারের সন্তান নবীনগরের সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফয়জুর রহমান বাদল। অনুষ্ঠানের  উদ্বোধন  করেন, সমিতির উপদেষ্ঠা লেফটেনেন্ট কর্নেল (অবঃ) মোঃ জি আর জাহাঙ্গীর।অনুষ্ঠানে  সৈনিকদের কল্যানে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে সাবেক এই সংসদ সদস্য বলেন, বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিনত করতে হলে আওয়ামীলীগকে আবারও ক্ষমতায় আনতে হবে এবং এর  কোন বিকল্প নেই। আপনারা জানেন আমার বাবাও একজন সৈনিক ছিলেন। আমিও তাই সৈনিক পরিবারের সন্তান। আর সৈনিক পরিবারের একজন সদস্য হিসেবে আপনাদের সাথে আজ আমি বসতে পারায় সত্যিই গর্ব অনুভব করছি। একজন সৈনিক হিসেবে  আপনারা এ দেশের গর্বিত অংশীদার। আর আপনাদের ই সন্তান হিসেবে আমিও এর বাইরে নয়। তিনি তার বক্তৃতায় ভবিষ্যতে সংগঠনটির জন্য সবাইকে নিয়ে নানা উদ্যোগের কথা জানান। এতে সভাপতিত্ব করেন,সমিতির সভাপতি সিনিয়র ওয়ারেন্ট অফিসার(অবঃ) বীর মুক্তিযোদ্ধা আবু জাহের। বক্তব্য রাখেন, আ’লীগের সাধারণ সম্পাদক জহির উদ্দিন চৌধুরী সাহান,ক্যাপ্টেন (অবঃ) রফিকুল ইসলাম, চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন, মোঃ শাাবুদ্দিন, জহির উদ্দিন সিদ্দিক টিটু, মোঃ কামাল উদ্দিন, মুফতি শহিদুল হক, কমরেড ইসহাক, দুলাল মিয়া, আজিজুর রহমান প্রমূখ।