ব্রাহ্মণবাড়িয়ায় মাদকসহ ৪ মাদক কারবারি গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া, 13 December 2021, 437 বার পড়া হয়েছে,
নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিশেষ অভিযানে ১৫০ বোতল ফেন্সিডিল ও ১৫০ বোতল এসকাফ উদ্ধার করা হয়েছে। এসময় নারীসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
উদ্ধার মাদকসহ গ্রেফতারকৃতরা হলেন, জেলার আখাউড়ার হিরাপুর গ্রামের মৃত জহির মিয়ার ছেলে মো: রোমান মিয়া (২৫),ঐ এলাকার কুড়িপাইক্কা গ্রামের মো: ইয়াসিন মিয়ার ছেলে মাসুম মিয়া (২৪), আলমগীর মিয়ার স্ত্রী মোছা: সাহেরা খাতুন (৩২) ও বিজয়নগরের আমতলী এলাকার মো: ইদ্রিস মিয়ার ছেলে মো: মামুন মিয়া (২৮)।
রবিবার দুপুরে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বিজ্ঞপ্তিতে তারা জানান, শনিবার রাতে জেলার আখাউড়া ও বিজয়নগরে পৃথক স্হানে অভিযান পরিচালনা করে ফেন্সিডিল, এসকাফ সিরাপ , ১টি মোটর সাইকেল, ২টি স্মার্ট ফোন ও ১টি বাটন মোবাইলসহ ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।