ব্রাহ্মণবাড়িয়ায় বিএডিসির উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত

ব্রাহ্মণবাড়িয়া, 15 August 2021, 518 বার পড়া হয়েছে,
কোহিনূর আক্তার প্রিয়া : ব্রাহ্মণবাড়িয়ায় বিএডিসিতে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়।

রোববার সকাল ৮টায় সামাজিক দূরত্ব বজায় রেখে যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে বঙ্গবন্ধু স্কোয়ারে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও জাতির পিতার প্রতি আনুষ্ঠানিক শ্রদ্ধা নিবেদন করা হয়।

বিএডিসির পক্ষ থেকে সিনিয়র সহকারী পরিচালক মো. নূরউদ্দিন মোল্লা, নির্বাহী প্রকৌশলী মো. নজরুল ইসলামসহ সবস্তরের কর্মকর্তা-কর্মচারী জাতির পিতার প্রতি পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন।

এর পর জেলা প্রশাসনের আয়োজনে সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের সভাপতিত্বে ভার্চুয়াল আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কীয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র ম ওবায়দুল মুক্তাদির চৌধুরী এমপি, বিশেষ অতিথি হিসেবে সঙ্গে যুক্ত ছিলেন জেলা পুলিশ সুপার, পৌরসভা মেয়র, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ অন্য নেতারা।