বাঙ্গালির পরিচয় -শাহাদাত হোসেন সোহেল

সাহিত্য, 10 June 2023, 213 বার পড়া হয়েছে,
আমি বাংলার মুখ দেখিয়াছি
তাই আমি পৃথিবীর রুপ
সুধা ভরা বাংলার
মায়ার সাগরে
পলকে দিয়াছি ডুব।
আমি আঁখি মেলে দেখেছি
জননীর হাসি
বাবার মমতা মায়া
পথের ধারে চাইতেই পেয়েছি
মায়াবী বটের ছায়া।
রাখালের বাঁশিতে খুঁজিয়া পেয়েছি
সুর সম্রাটের যাদু
একতারা আমারে ঘরছাড়া করেছে
করেছে বৈরাগী সাধু।
আমি দোয়েলের শিষে দু চোখে দেখেছি
সোনালী ধানের ছবি
শিঁশিরের উপর ভাসতে দেখেছি
কুয়াশা ভেঁজা রবি।
আমি কোকিলের গানে জীবনের টানে
দেখেছি গ্রাম আর গ্রাম
ভাতৃত্ববোধ স্নেহ আর বন্ধন
ঐতিহ্য শান্তি সুনাম।
আমি বর্ষার পানিতে সোনালী আঁশ দেখেছি
মায়াবী পাটের ঘ্রাণ
ধান ক্ষেতে শুনেছি কৃষকের গলে
হারিয়ে যাওয়ার গান।
আমি বাবুই নামের শিল্পী দেখেছি
উঁচু ডালে তার ঘর
সংগ্রামে শিখেছি বাঁচতে শেখা
ঠেলে দিয়ে তুফান ঝড়।
আমি বাতাসে পেয়েছি প্রেরণার ঘ্রাণ
পানিতে শখের মাছ
রিযিকের তরে পেয়েছি আমি
ফুল-ফসলের গাছ।
আমি জোৎস্নায় পেয়েছি কবিতার হাসি
তিতাসের কাছে প্রেম
প্রেয়সীর ঠুঁটে মায়াবী হাসি
পাগল করেছে শ্যাম।
আমি একুশে পেয়েছি চেতনার ভাষা
বেঁচে থাকার পরিচয়
মরতে শিখেছি দেশের তরে
মানি নাকো পরাজয়।