সরাইল উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক ছালেক, সদস্য সচিব সেলিম

ব্রাহ্মণবাড়িয়া, 29 May 2023, 94 বার পড়া হয়েছে,
মো. রুবেল মিয়া : ব্রাহ্মাণবাড়িয়ার সরাইল উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক পদে এমদাদুল হক ছালেক ও মোজাহিদুল ইসলাম সেলিম কে সদস্য সচিব করে ১০১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
সরাইল উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে গত ২৯/৪/২০২৩ খ্রিঃ, সরাইল উপজেলা জাতীয় পার্টির দলীয় প্যাডে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া জেলা জাতীয় পার্টির আহ্বায়ক অ্যাড. মো. রেজাউল ইসলাম ভূঁইয়ার  স্বাক্ষরিত এই কমিটির অনুমোদন দেন তিনি।
জাতীয় পার্টির যুগ্ম-মহাসচিব অ্যাড. আব্দুল হামিদ ভাষানী ও জেলা জাতীয় পার্টির সদস্য সচিব নাসির আহমেদ খানের সুপারিশে এই কমিটির  অনুমোদন দেয়া হয়।
গত ২ মে জাতীয় পার্টির যুগ্ম দফতর সম্পাদক সমরেশ মন্ডল মানিক তিনি  একটি প্রেস বার্তার মাধ্যমে সদ্য গঠিত ১০১ সদস্য বিশিষ্ট সরাইল উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক কমিটির বিষয়টি নিশ্চিত করেন।