সরাইলে অরুয়াইল ইউনিয়ন জাসাস এর কর্মীসভা অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া, 26 May 2023, 170 বার পড়া হয়েছে,

মো. রুবেল মিয়া : বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়ন শাখার এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকালে উপজেলা অরুয়াইল ইউনিয়ন বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

সরাইল উপজেলা জাসাস এর আহ্বায়ক আহসানুল করিম ঠাকুর (রিপন) এর সভাপতিত্বে ও সদস্য সচিব
সৈয়দ জাকির হোসেন (মিনহাজুল) এর সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্য দেন অরুয়াইল ইউনিয়ন বিএনপির সভাপতি মাজাহারুল হক (মাজাহার), এতে প্রধান বক্তার হিসেবে বক্তব্য দেন অরুয়াইল ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মো. এনামুল হক (এনাম), এতে বিশেষ অতিথির বক্তব্য দেন যথাক্রমে উপজেলা জাসাস এর যুগ্ম-আহ্বায়ক মো. নজরুল ইসলাম, যুগ্ম-আহ্বায়ক জামাল উদ্দিন প্রমুখ।

এছাড়াও উক্ত সভায় উপস্থিত ছিলেন অরুয়াইল ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সভা শেষে, উপজেলা জাসাস সদস্য সচিব সৈয়দ জাকির হোসেন তিনি ১৫ সদস্য বিশিষ্ট জাসাস অরুয়াইল ইউনিয়ন শাখা কমিটির ঘোষনা দেন।উক্ত কমিটিতে আহ্বায়ক পদে আমির হোসেন দূর্জয় ও নবী হোসেন কে সদস্য সচিব করা হয়।