কবি ও কবিতা বিষয়ক সংগঠন কবির কলমের বিশেষ সভা অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া, 20 May 2023, 147 বার পড়া হয়েছে,
নিউজ ডেস্ক : কবি ও কবিতা বিষয়ক সংগঠন কবির কলমের কার্ষকরী কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ মে) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া টেংকের পাড়স্থ পৌর কমিউনিটি সেন্টারের ২য় তলায় জনতার খবর’র কার্যালয়ে সংগঠনের সভাপতি হুমায়ুন কবিরে সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক আবদুল মতিন শিপন, সহ-সভাপতি সিরাজুম মনিরা শশি, সহ-সভাপতি ইফতেহারুল হক সোহান, সহ-সভাপতি ফাহিম মুনতাসির, প্রচার সম্পাদক ইকরাম হোসেন কার্যকরী সদস্য কোহিনূর আক্তার, মুরাদ আল হাসান ও আদিত্ব্য কামাল।
সভায় সকলের সম্মতিক্রমে সংগঠন পরিচালনায় কিছু ধারা উপধারা সংযোজন করে একটি নতুন সংগঠন পরিচালনায় সহায়িকা নিয়মাবলি অনুমোদন দেওয়া হয়। সভায় আগামী দিনের কর্ম সূচি গ্রহন গ্রহন করা হয়।
সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক
পদাধিকার বলে সাংবাদিক আদিত্ব্য কামাল’কে সহ-সভাপতি হিসাবে কার্যকরি কমিটিতে সংযোজন করা হয়।