আখাউড়া স্থলবন্দর দিয়ে প্রধানমন্ত্রীর জন্য আনারস পাঠালেন ত্রিপুরার মূখ্যমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়া, 12 July 2021, 500 বার পড়া হয়েছে,
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের প্রধান মন্ত্রী শেখ হাসিনার জন্য উপহার হিসেবে আনারস পাঠালেন ভারতের ত্রিপুরা রাজ্যর মূখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।
রোববার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ত্রিপুরার মূখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এর পক্ষে ডাইরেক্টর ইন্ডাস্ট্রিজ কমার্স এন্ড ট্যুরিজমের পরিচালক তড়িৎ কান্তি চাকমা বাংলাদেশী প্রতিনিধিদের কাছে আনারস গুলো তুলে দেন।

এই সময় বাংলাদেশের চট্টগ্রামে নিযুক্ত দ্বিতীয় সহকারী ভারতীয় হাইকমিশনার উদত ঝাঁ এগুলো গ্রহন করেন। ৮০টি কার্টুনে করে ৩২০ পিস (৮০০কেজি) কিউভেইরাটি জাতের ভারতের বিখ্যাত আনারাস বাংলাদেশের প্রধানমন্ত্রী জন্য পাঠানো হয়। এ সময় বাংলাদেশে চট্রগ্রামে নিযুক্ত ভারতীয় সহাকারী হাইকমিশন দ্বিতীয় উদত ঝাঁ বলেন, ভারত-বাংলাদেশ সম্পর্ক সবসময়ই ভাল ছিল।
এতে করে দু দেশের মধ্যে আরো গভীর সম্পর্ক তৈরি হবে। ভারতের সাথে ব্যাবসায়িক ও বিভিন্ন দিক দিয়ে ভাল সম্পর্ক রয়েছে বাংলাদেশের। আনারস হস্তান্তরকালে আখাউড়া বন্দরের কাস্টমস সুপারিন্টেন্ডেন্ট মোঃ আলী, উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো: সাইফুল ইসলাম, আখাউড়া স্থলবন্দর কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, আগরতলা স্থলবন্দরের কর্মকর্তা নন্দী বাবু প্রমূখ উপস্থিত ছিলেন।
এরআগে ৫ জুলাই আখাউড়া স্থলবন্দর দিয়ে ত্রিপুরার মূখ্যমন্ত্রী বিপ্লব দেবের জন্য ৩শ কেজি হাড়িভাঙ্গা আম উপহার হিসেবে পাঠান বাংলাদেশের প্রধানমন্ত্রী।