মোঃ রুহুল আমিন, বিশেষ প্রতিনিধিঃ স্মার্ট বাংলাদেশ আজকের শিক্ষার্থীরাই তৈরি করবে।
বৃহস্পতিবার ১৬ মার্চ প্রাথমিক শিক্ষা পদক’২০২৩ উপলক্ষে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার শোরসাক যুক্ত সরকারি বিদ্যালয়েরর বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন চাঁদপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা মেহের ইয়াসমিন।
ফাতেমা মেহের ইয়াসমিন আরও বলেন, বিগত ১২-১৪ মার্চ আমরা সারা দেশের ন্যায় চাঁদপুর জেলার সকল উপজেলায় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদযাপন করেছি। এবছর অর্থাৎ ২০২৩ সালে শিক্ষা সপ্তাহের মূল প্রতিপাদ্য বিষয় ছিলো ” মান সম্মত প্রাথমিক শিক্ষা, স্মার্ট বাংলাদেশ গড়ার দিক্ষা”। তিনি সমবেত শিক্ষার্থীদের অভিভাবক যারা মা হিসেবে উপস্থিত ছিলেন তাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি বলেন, প্রতিটি স্কুলে প্রতি মাসে একবার মা দিবস পালন করা হয়। মা দিবসের ফলে এখনকার শিক্ষার্থীদের মায়েরা পূর্বের তুলনায় বর্তমানে অনেক বেশি সচেতন। যার প্রভাব আজকের অনুষ্ঠানে মায়েদের উপস্থিতি বলে দেয়। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আপনাদের সন্তানদের সুশিক্ষার জন্য মা হিসেবে এই সচেতনতা অনেক বেশি জরুরি।
বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ আবু তাহের বাহার এর সঞ্চালনায় পবিত্র কোরআন তেলওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।অনুষ্ঠানে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও চেড়িয়ারা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক এ.কে.এম মিজানুর রহমান।
অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমা আক্তার। তিনি বিদ্যালয়ের বিরাজমান সুযোগ ও সমস্যাসমূহ তুলে ধরে এর প্রতিকারে প্রধান অতিথির দৃষ্টি আকর্ষণ করেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে আরও বক্তব্য রাখেন, শিক্ষাপ্রতিষ্ঠান গড়ার কারিগর সদ্য স্থাপিত চেড়িয়ারা কলেজের অধ্যক্ষ তাপস কুমার দত্ত, শাহরাস্তি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার লুৎফর রহমান ভুইঁয়া, চাঁদপুর জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও নিজমেহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম, চাঁদপুর জেলা স্কাউটস এর কমিশনার শিক্ষক জান্নাতুল ফেরদাউস, সূচিপাড়া উত্তর ইউনিয়নের চেয়ারম্যান মোস্তফা কামাল মজুমদার, শিক্ষানুরাগী ও আওয়ামী লীগের নেতা কবির হোসেন মিয়াজী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সূচিপাড়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ হুমায়ূন কবির ভূঁইয়া, উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষা অফিসার মোক্তার হোসেন মজুমদার, আক্তার হোসেন, নাসরিন সুলতানা, আবদুল মোতালেব, কবির হোসেন, চাঁদপুর মাতৃপীঠ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাসুদুর রহমান, সরাকারি হাসান আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নাজির আহমেদ, শোরসাক বাজারে ব্যাংক এশিয়ার এজেন্টের মালিক ও শিক্ষাবন্ধু নিয়াজুর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহসভাপতি মুনছুর আহমেদ ভূঁইয়া, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য হুমায়ূন কবির, মুকবুল আহমেদ, প্রবীন রাজনৈতিক নেতা হারুন অর-রশিদ ষষ্ঠি,রাজনৈতিক নেতা তাজুল ইসলাম, আবদুল হক, দেলোয়ার হোসেন, দুলাল মাল,আবুল কাসেম, মীর হোসেন, আবুল কাসেম, সহিদ উল্লাহ্ পাটওয়ারী, বিমল চন্দ্র শীল প্রমুখ।
অনুষ্ঠানে শোরসাক যুক্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়, চেড়িয়ারা উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী, শিক্ষক, শিক্ষার্থীর অভিভাবক ও এলাকার বিভিন্ন অংশীজনের প্রতিনিধি এবং শিক্ষা সচেতন সূধীবৃন্দ উপস্থিত ছিলেন।