শাহরাস্তি নাওড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত 

সারাদেশ, 31 March 2023, 114 বার পড়া হয়েছে,
মোঃ রুহুল আমিনঃ চাঁদপুরের শাহরাস্তি পৌরসভার ৪ নং ওয়ার্ডের নাওড়া জামে মসজিদ কমিটির আয়োজনে মিলাদ, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩১ মার্চ) বাদ আসর থেকে মাগরিব নামাজের পূর্ব পর্যন্ত পবিত্র কোরআন মজিদের আলোকে জীবন ব্যবস্থা পরিচালনা বিষয়ে জ্ঞানগর্ব আলোচনা, মিলাদ, দোয়া ও ইফতার মাহফিলের মধ্যদিয়ে এই অনুষ্ঠান শেষ হয়।
মাহফিল ওয়াজ করেন, কুমিল্লার বরুড়া উপজেলার বিষ্ণপুর কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ঈমান মাওলানা মাছুম বিল্লাহ ফয়েজী। মাহফিলে সঞ্চালক হিসেবে দায়িত্ব পালন করেন, উক্ত মসজিদের মুয়াজ্জিন হাফেজ তোফাজ্জল হোসেন।
মাহফিলে মহা পবিত্র ধর্মগ্রন্থ আল-কোরআন নিয়ে আলোচনা, রোজার ফজিলত সম্পর্কে বিস্তারিত আলোচনা শেষে দোয়া ও মসজিদের সকল মুসল্লিদের কল্যাণে মুনাজাত করা হয়।
বর্ণিত মাহফিলে নাওড়া-সোনাপুর ও ঘুঘু শাল সহ বিভিন্ন গ্রামের ধর্মপ্রাণ মুসল্লীগন ও মসজিদ কমিটির সভাপতি সামসুল ইসলাম পাটওয়ারী, ও কমিটির অপরাপর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, নাওড়া জামে মসজিদটি আমাদের মহান মুক্তিযুদ্ধের সূর্য সন্তান, ১ নং সেক্টর কমান্ডার, বাংলা একাডেমির সাহিত্য পুরস্কার’২০১৯ প্রাপ্ত, সাবেক সফল স্বরাষ্ট্রমন্ত্রী ও চাঁদপুর (শাহরাস্তি-হাজীগঞ্জ) -৫ আসনের ৪ বারের নির্বাচিত সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম’র পারিবারিক উদ্যোগে স্থাপিত ধর্মীয়প্রতিষ্ঠান।