সৌদি আরবে ফাউজিয়ার জন্মদিন উপলক্ষে প্রবাসীদের মিলন মেলা

প্রবাসী খবর, 10 March 2023, 166 বার পড়া হয়েছে,

মুখলেছুর রহমান অভি,সৌদিআরব প্রতিনিধি: সৌদি আরবের আল জুবাইলে কুমিল্লার কৃতী সন্তান, আল জুবাইলের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক
হাবিবুর রহমান মজুমদার এর ছোট মেয়ে ফাউজিয়া মজুমদার ফারাহার জন্মদিন উপলক্ষে প্রবাসীদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল স্থানীয় একটি হলরুমে ফাউজিয়ার ২য় জন্মদিন উপলক্ষে কেক কেটে বর্ণাঢ্য আয়োজন জন্মদিন পালন করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন,বাংলাদেশ কমিউনিটির সাবেক আহবায়ক, জসিম উদ্দিন শামীম, উপদেষ্টা হেলাল উদ্দিন ভুইয়া, বর্তমান সফল সাধারণ সম্পাদক ইমরান খান,সিনিয়র সহ সভাপতি আবু সুফিয়ান,সহ সভাপতি নাসির সরদার,বাছির সরকার,সহ সভাপতি নুরুল হক পাটুয়ারি, আহমেদ জহির,এখলাস মেম্বার,মোস্তাফিজুর রহমান,জয় ই সুমন,মাইনুর আহমেদ, মনির হোসেন, শাহজালাল হাজারী,মিজান মোল্লাহ,ফজলুর রহমান সুমন,মোহাম্মদ নাসির,মোহাম্মদ নাছিম, শামিম আহমেদ,ইকবাল হোসেন,নাজমুল হাসান, নুরুল ইসলাম,সবুজ শামি,ইমরুল খান, রাজিবুল ইসলাম রাজিব, কামরুল খান ,সাকিব, পিকে রুমন সহ আরো অনেকে। তাছাড়াও হাবিবুর রহমান মজুমদারের পরিবার,আত্মীয় স্বজন ও বিভিন্ন জেলার বহুসংখ্যক প্রবাসীরা এসময় উপস্থিত ছিলেন।

হাবিব রহমান মজুমদার তার পরিবারের সর্বকনিষ্ঠ সদস্য
ফাউজিয়া মজুমদার ফারাহার জন্য সকলের কাছে দোয়া চান।

এর আগে জন্মদিনের কেক কাটা হয় ও পরে নৈশভোজে অংশ গ্রহণ করেন সবাই।