সরাইলে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত

ব্রাহ্মণবাড়িয়া, 8 March 2023, 155 বার পড়া হয়েছে,

মো. রুবেল মিয়া : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে “ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন জেন্ডার বৈষম্য করবে নিরসন” শ্লোগান কে সামনে রেখে ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে শোভাযাত্রা ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

দিবসটি উপলক্ষে বুধবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয় কর্তৃক আয়োজিত উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের প্রশিক্ষণ কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এর আগে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে এক শোভাযাত্রা বের হয় শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

উপজেলা নির্বাহী অফিসার সরওয়ার উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাত সুলতানা সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন যথাক্রমে উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা ডা. মো. নোমান মিয়া, সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসলাম হোসেন, সরাইল প্রেসক্লাবের সভাপতি মো. আইয়ুব খান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ শফিকুর রহমান, উপজেলা রিপোর্টাস ইউনিটির সাধারন সম্পাদক মো. তাসলিম উদ্দিন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুমন মিয়া।

এছাড়াও উপজেলা মহিলা বিষয়ক অফিসের প্রশিক্ষক রাহেলা ঠাকুর, তাকমিনা আক্তার, আকলিমা আক্তার সাথী,অফিস সহাকারী মিন্টু চক্রবর্তী, বেলাল ও মহিলা প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।