বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামায়াত শোরসাক শাখার উদ্যোগে ৩০তম সুন্নী মহা সম্মেলন অনুষ্ঠিত

সারাদেশ, 2 March 2023, 109 বার পড়া হয়েছে,

মো. রুহুল আমিন,নিজস্ব প্রতিনিধিঃ চাঁদপুরের শাহরাস্তি উপজেলার সূচিপাড়া উত্তর ইউনিয়নের চেড়িয়ারা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ মাঠে বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামায়াত শোরসাক আঞ্চলিক শাখার উদ্যোগে ৩০তম সুন্নী মহা সম্মেলন, ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়।

১ মার্চ(বুধবার) বাদ আছর থেকে শুরু করে মধ্যরাত পর্যন্ত উক্ত মাহফিল চলে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাজীগঞ্জের সাজ্জাদানসীন, ইমামে রাব্বানী দরবার শরীফের পীর ও ১৪ দলীয় ঐক্য জোটের শরিক বাংলাদেশ ইসলামি ফ্রন্টের চেয়ারম্যান আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দদী।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহরাস্তি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বর্তমান উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ কামরুজ্জামান মিন্টু।

বিশেষ অতিথি তার বক্তব্যে বলেন, বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামায়াতের ধর্মীয় এই অনুষ্ঠানগুলোতে আসলে মনে হয় প্রকৃত কোরআন ও হাদিসের বয়ান শুনতে পাই।

তিনি আরও বলেন, এমন এক সময় ছিল যখন আপনাদের সভা সমাবেশ, ওয়াজ ও দোয়া মাহফিলে অলিখিত নিষেধাজ্ঞা ছিল। বর্তমান সফল সরকার প্রধান জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন হওয়ার পর আপনাদের ওরশ, দোয়া ও মাহফিলে যে অলিখিত নিষেধাজ্ঞা ছিল তা তুলে নিয়ে আপনাদেরকে অবাধে ওয়াজ ও দোয়ার মাহফিল করার সুযোগ তৈরি করে দিয়েছেন। জাতির পিতা বঙ্গবন্ধুর সুযোগ কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চায় দেশে সত্যিকারের ধর্ম চর্চা অব্যাহত থাকুক । বাংলাদেশে কিছু ইসলামী দল আছে যারা ধর্মের নামে রাজনৈতিক দলের আড়ালে নিজেদের রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে চায়। তারা মুখে যা বলে অন্তরে তা বিশ্বাস করে না আবার যা বিশ্বাস করে তা মুখে বলে না।

আমরা যে দলটির কথা বলি তারা হচ্ছে জামায়াতে ইসলামী বাংলাদেশ। তারা আহলে সুন্নাত ওয়াল জামায়াতের অনুসারীদেরকে মাজার পূজারী বলে আখ্যা দেয়। তারা বলার চেষ্টা করে যে, আহলে সুন্নাত ওয়াল জামায়াতের অনুসারীরা ইসলাম ধর্মের নামে বেদাত করে। কিন্তু আমরা এখানে এসে যা দেখি এবং শুনি আপনারাই সত্যিকার অর্থেই পবিত্র কোরআন মসজিদ ও সহি হাদিসের ব্যাখ্যা মুসলিম উম্মার জন্য বয়ান করেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক আমরাও আপনাদের এই অনুষ্ঠানগুলোতে উপস্থিত থাকি। সরকার ও প্রশাসন আপনাদের ওরশ, ওয়াজ ও মাহফিল নির্বিঘ্নে করার জন্য সহযোগিতা করে যাচ্ছে। তাই আমরাও এই অনুষ্ঠানগুলোতে উপস্থিত হই। আপনারা আপনাদের কর্মকাণ্ড নির্বিঘ্নে পরিচালনা করেন আমরা সব সময় আপনাদের পাশে আছি এবং থাকব।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা গাজী সোলাইমান আল ক্বাদেরী। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থেকে ওয়াজ ফরমান মুফতি মমতাজুল আরেফীন হেলালী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের নেতা জাহাঙ্গীর মোহাম্মদ আদেল, চৌধুরী মোস্তফা কামাল, শিক্ষানুরাগী, বিশিষ্ট ব্যবসায়ী এবং সমাজ সেবক মহীউদ্দীন রিপন পাটোয়ারী, চেড়িয়ারা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ শাখার প্রতিষ্ঠাতা সদস্য ইকবাল হোসেন ভূঁইয়া, বিশিষ্ট ব্যবসায়ী আইউব আলী পাটওয়ারি, সমাজ সেবক আব্দুল আউয়াল খাঁন এবং আলা হজরত ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সাবেক সভাপতি জিয়াউল হক রেজভী, চাঁদপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ইস্কান্দার মির্জা সুমন।

এছাড়াও উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ ভাতৃপ্রতীম বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীগন।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন প্রান্তের ধর্মপ্রাণ মুসলমান, ভক্তগন উপস্থিত ছিলেন।

সাংবাদিক মোঃ জসিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, চেড়িয়ারা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের সিনিয়র শিক্ষক আলহাজ্ব মাষ্টার হেলাল আহমেদ আবেদী।

সারা মুসলিম জাহান সহ দেশের মানুষের সুখ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মুনাজাতের মাধ্যমে উক্ত মাহফিল শেষ হয়।