সরাইলের শাহজাদাপুর ইউনিয়নে বিট পুলিশিং সভা

ব্রাহ্মণবাড়িয়া, 1 March 2023, 140 বার পড়া হয়েছে,
মো. রুবেল মিয়া : “বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি” শ্লোগান কে সমানে রেখে সরাইল উপজেলার  শাহজাদাপুর ইউনিয়নে এক বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন হাফেজ মাওলানা রাকিবুল হক।
২৮ ফেব্রুয়ারি, মঙ্গলবার বিকালে সরাইল থানা পুলিশ কর্তৃক আয়োজিত শাহজাদাপুর দেওড়া হাইস্কুল মোড় এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়।
শাহজাদাপুর ইউনিয়ন বিট অফিসার এসআই মো. আবু তাহের এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধানে অতিথির বক্তব্য দেন সরাইল থানার ওসি মো. আসলাম হোসেন। এতে স্বাগত বক্তব্য দেন শাহজাদাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক শেখ লুৎফুর রহমান।
এতে বিশেষ অতিথির বক্তব্য দেন  দেওড়া হাই স্কুলের ব্যবস্থাপনা পর্ষদের সদ্য নির্বাচিত সভাপতি লায়ন জুম্মান চৌধুরী, সদস্য সরোয়ার চৌধুরী, শাহজাদাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাউফুল্লাহ ঠাকুর, দি এশিয়ান এইজ এর জয়েন্ট নিউজ এডিটর মো. সুজন, স্থানীয় ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের মেম্বার  কাকলী রাণী দাস, ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের মেম্বার শারমিন বেগম, ৬ নং ওয়ার্ডের মেম্বার হরিবিলাস, ৯ নং ওয়ার্ডের মেম্বার আপন মিয়া, ৮ নং ওয়ার্ডের মেম্বার  লুতু মিয়া প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি তানভীর আহমেদ জিতু ও সাংবাদিক মো. রুবেল মিয়া।
প্রধান অতিথির বক্তব্যে সরাইল থানার ওসি মো.  আসলাম হোসেন বলেন, জুয়া, দাঙ্গাবাজ মাদক সাথে জড়িত কাউকে  ছাড় দেয়া হবে না। ছেলে সন্তানদের প্রতি খোজ-খবর রাখতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান তিনি।