মো. রুহুল আমিন,বিশেষ প্রতিনিধি : শাহরাস্তিতে যুব ও ক্রীড়া সংসদ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে উপজেলার বিভিন্ন ইউনিয়নে প্রীতি শর্ট ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
বিগত ২১ ফেব্রুয়ারি( মঙ্গলবার) থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত উপজেলার ৫টি ইউনিয়নে (রায়শ্রী উত্তর, রায়শ্রী দক্ষিণ, মেহের উত্তর, মেহের দক্ষিণ, সূচীপাড়া দক্ষিণ) -এ শর্ট ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
যুব ও ক্রীড়া সংসদ এর সহ-সভাপতি সাংবাদিক আহসান হাবিব পাটওয়ারীর সার্বিক ব্যবস্থাপনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহরাস্তি যুব ও ক্রীড়া বিভাগের প্রধান উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী মোস্তফা কামাল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া সংসদের অন্যতম উপদেষ্টা বিশিষ্ট ব্যাংকার বাদশাহ ফয়সাল, চিকিৎসক জাকির হোসেন, শাহরাস্তি পৌর ক্রিকেট একাডেমির প্রতিষ্ঠাতা মাসুদ আলম পাইলট, যুব ও ক্রীড়া সংসদের সদস্য শাখাওয়াত হোসেন, আলমগীর হোসেন, মোরশেদ আলম, রবিউল আলম, মেহেদী হাসান হৃদয়, আল আমিন নয়ন, রমজান হোসেন পাটওয়ারী, আবু বকর সিদ্দিক প্রমুখ।
এই সামাজিক সংগঠনটি সমাজের যুব সমাজকে মাদক, কিশোর গ্যাং, বিভিন্ন অপরাধ অনিয়ম থেকে বাচাঁতে ২০১৯ সালে প্রতিষ্ঠিত হয়। বিগত বছরগুলোতে শাহরাস্তি উপজেলায় বিভিন্ন সামজিক কর্মকাণ্ডের জন্য সংগঠনটি বেশ প্রশংসা কুড়িয়েছে। বিশেষ করে করোনা কালীণ মৃত ব্যক্তির গোসল, জানাজায় ও দফনকর্মে এই সংগঠনটির অগ্রণী ভূমিকা রাখে। যা ছিলো এলাকার সকল সামাজিক সংগঠনের শীর্ষে।