শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন চত্বরে আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।
এ সময় মন্ত্রী বলেন, ২০০১ সালে নির্বাচনে বিএনপি যখন ক্ষমতা দখল করে তখন বাংলার জনগণের ওপর প্রতিশোধ নেওয়ার জন্য ঝাঁপিয়ে পড়ে। আওয়ামী লীগের নেতাকর্মী ভাই, বোন, পরিবার কাউকে তারা ছাড় দেয়নি। ২০০৪ সালের ২১ আগস্টে তারা আমদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেনেড হামলার মাধ্যমে হত্যা করতে চেয়েছিল। তারা (বিএনপি) ১৯ বার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করার জন্য চেষ্টা করেছিল। আল্লাহর রহমতে তিনি প্রতিবার বেঁচে যান। তারপর ২০০৬ সালে প্রহসন শুরু করে। এসবই বিএনপির আদর্শ, তারা এটা ছাড়া অন্য কিছু করতে পারে না।
আনিসুল হক বলেন, বাংলার মানুষ শেখ হাসিনার নেতৃত্বে শুধু উন্নয়নই দেখেনি, রাজনৈতিক শান্তিও দেখেছে। আমরা এই রাজনীতিক শান্তি অব্যাহত রাখতে চাই। আমরা জনগণের কাছে জনগণের প্রাপ্য ভোটের অধিকার পৌঁছে দিয়েছি। ইনশাআল্লাহ ২০২৪ সালে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সেটা আবারো প্রমাণ করবে।
এসময় তিনি নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ থেকে বাংলাদেশ ও শেখ হাসিনার বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র নস্যাৎ করে দেওয়ার আহ্বান জানান।
এর আগে তিনি ঢাকা থেকে সকাল সোয়া দশটায় আখাউড়া পৌঁছান। এ সময় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা লীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মন্ত্রীকে স্বাগত জানায়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আইন সচিব গোলাম সারওয়ার, জেলা প্রশাসক শাহগীর আলম, পুলিশ সুপার সাখাওয়াত হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তাকজিল খলিফা কাজল, যুবলীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল মমিন বাবুল, ছাত্রলীগের সভাপতি শাহাবুদ্দিন বেগ শাপলু, সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন নয়ন প্রমুখ।