নাসিরনগর হাসপাতালে গৃহবধূর লাশ ফেলে পালালো স্বামী

ব্রাহ্মণবাড়িয়া, 16 February 2023, 73 বার পড়া হয়েছে,

নিউজ ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আফিলা আক্তার-(৪০) নামে এক গৃহবধূর লাশ ফেলে পালিয়ে গেছে স্বামীসহ শ্বশুর বাড়ির লোকজন।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারী) রাত ৯টার দিকে পুলিশ হাসপাতাল থেকে তার লাশ উদ্ধার করে। গৃহবধূ উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের আশুরাইল গ্রামের সুন্দর আলীর মেয়ে ও একই গ্রামের জজ মিয়ার স্ত্রী। জজ মিয়া ভাঙ্গারীর ব্যবসা করেন। তাদের চারটি সন্তান রয়েছে।

আফিলার পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় ১০ বছর আগে উপজেলার আশুরাইল গ্রামের জজ মিয়ার সাথে একই গ্রামের আফিলা আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকেই সাংসারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই কলহ হতো।

মঙ্গলবার রাত সাতটার দিকে জজ মিয়া ও আফিলার মধ্যে কথা সাংসারিক বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে স্বামী জজ মিয়া আফিলা আক্তারকে মারধর করে।

স্বামীর হাতে মারধোরের শিকার হয়ে অভিমান করে রাতে কীটনাশক পান করেন আফিলা আক্তার। রাত নয়টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এর পরই হাসপাতাল থেকে স্বামী জজ মিয়াসহ শ্বশুর বাড়ির লোকজন পালিয়ে যায়।

আফিলার পিতা সুন্দর আলী বলেন, সংসারের বিষয় নিয়ে জজ মিয়া প্রায়ই আমার মেয়েকে মারধোর করত। স্বামীর অত্যাচারেই আমার মেয়ে বিষ খেয়ে আত্মহত্যা করেছে। আমার মেয়ে আত্মহত্যার জন্য মেয়ের স্বামী দায়ী।

এ ব্যাপারে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ সরকার বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। পারিবারিক কলহের জেরে কীটনাশক খেয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে স্থানীয়রা জানিয়েছেন। তবে এ ঘটনায় থানায় কেউ কোনো অভিযোগ করেনি।