নবনির্বাচিত প্রেস ক্লাব নেতৃবৃন্দকে শেখ শামীম’র ফুলেল শুভেচ্ছা

ব্রাহ্মণবাড়িয়া, 9 February 2023, 89 বার পড়া হয়েছে,
নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব কার্যনির্বাহী কমিটির নির্বাচনে নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতা শেখ শামীম।
বুধবার দুপুরে প্রেস ক্লাব মিলনায়তনে নবনির্বাচিত সভাপতি রিয়াজ উদ্দিন জামি, সিনিয়র সহ-সভাপতি জসীম উদ্দিন, সহ-সভাপতি নিয়াজ মোহাম্মদ খান বিটু, সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক শিহাব উদ্দিন বিপু, কোষাধ্যক্ষ মোশারফ হোসেন বেলাল, দপ্তর সম্পাদক শাহজাহান সাজু, পাঠাগার ও ক্রীড়া সম্পাদক এইচ.এম. সিরাজ, সংস্কৃতি ও তথ্যপ্রযুক্তি সম্পাদক মোজাম্মেল চৌধুরী, কার্য়করী সদস্য ফরহাদুল ইসলাম পারভেজ ও মীর মো. শাহীনকে বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি শেখ মোহাম্মদ শামীম  খেলাঘর ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন।
এসময় অন্যান্যের মাঝে সরাইল উপজেলা যুবদলের সভাপতি আবু সুফিয়ান, সাবেক ছাত্র নেতা মো. রউশন আলম, সরাইল উপজেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক মাওলানা ওসমান গণি, পানিশ্বর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আনিসুর রহমান, যুবদল নেতা হারিজ চৌধুরী, ছাত্রদল নেতা হারিজ চৌধুরীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।