গণমাধ্যম সমাজ জীবনের দর্পন -জাকারিয়া…
4 July 2021,
1117214 বার পড়া হয়েছে,
নিউজ ডেস্ক : আজ ৬ ফেব্রুয়ারি সোমবার বিকেল ৪ টায় অমর একুশে বই মেলা ২০২৩ এর গ্রন্থ প্রকাশ মঞ্চে সানিউর রহমান এর সঞ্চালনায় মেহেদী হাসান উজ্জ্বল রচিত প্রথম কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করেন বাংলা একাডেমি পদক প্রাপ্ত কবি মারুফুল ইসলাম। উক্ত উন্মোচন অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কথা সাহিত্যিক মনি হায়দার, ইত্তেফাক এর অনলাইন ইনচার্জ শরাফত হোসেন, বিডিনিউজ এর স্টাফ রিপোর্টার পাভেল রহমান, কবি মনিরুল ইসলাম মনি, সৃজন সাহিত্য সংগঠনের সভাপতি রিয়াজুল মোর্শেদ মোয়াজ প্রমুখ।
এসময় বক্তারা বইটি উত্তরউত্তর সমৃদ্ধি কামনা করেন।
বইটি পাওয়া যাবে ১৮৩ নং স্টলে।