ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম জানান, তৃষা সকাল সাড়ে ৮টার দিকে প্রাইভেটের কথা বলে বাসা থেকে বের হয়ে যায়। বেলা সাড়ে ১২টার দিকে শহরের শিমরাইলকান্দি ও কলেজপাড়ার মাঝামাঝি রেললাইনে তাকে অচেতন অবস্থায় পেয়ে পথচারীরা জেলা সদর হাসপাতালে চিকিৎসা দিতে নিয়ে আসে৷ সেখানে কিছুটা জ্ঞান ফিরলে তাকে চিকিৎসকরা ভর্তি দেন। এর কিছুক্ষণ পর শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্যে তাকে শহরের আইসিইউ স্পেশালাইজড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
তিনি আরও জানান, তার শরীরে কোন আঘাত নেই। ওই তরুণী হাসপাতালে কিছু সময়ের জন্যে জ্ঞান আসলে উদ্ধারকারীদের জানিয়েছিল-সে বিষ জাতীয় ঔষধ সেবন করেছিল। কিন্তু আমরা ময়নাতদন্তের রিপোর্ট আসার আগে এখনই কি কারণে তার মৃত্যু হয়েছে, এনিয়ে কিছু মন্তব্য করতে পারছিনা। লাশ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।