শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধিঃ চাঁদপুরের শাহরাস্তি উপজেলার সূচিপাড়া উত্তর ইউনিয়নের সূচিপাড়া ডিগ্রী কলেজের ২০২২-২৩ শিক্ষা বর্ষের একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। আজ ১ ফেব্রুয়ারী বুধবার বেলা ১১টায় কলেজ অডিটোরিয়ামে উক্ত নবীন বরণ অনুষ্ঠিত হয়।
কলেজের বাংলা বিষয়ের প্রভাষক সাবিনা ইয়াছমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতির দায়িত্ব পালন করেন কলেজের অধ্যক্ষ হুমায়ূন কবির ভূঁইয়া।
পবিত্র কোরআন মজিদ তেলওয়াত ও গীতা পাঠের মাধ্যমে নতুন শিক্ষার্থীদের মাঝে রজনীগন্ধা ফুলের স্টীক হাতে তুলে দিয়ে নতুন শিক্ষার্থীদের বরণ করে নেয়া হয়।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অত্র কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা ও সাবেক সূচিপাড়া উত্তর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আবু ইউসুফ, প্রতিষ্ঠাতা সদস্য ও সূচিপাড়া উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ সেলিম খাঁন, বর্তমান কলেজ পরিচালনা পরিষদের সদস্য ও স্থানীয় উঘারিয়া ইউসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রহমতুল্লাহ, বর্তমান পরিচালনা পরিষদের সদস্য ডা. জীবন মজুমদার, মোশারফ হোসেন বাদল প্রমুখ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, কলেজের ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ ও রসায়ন বিষয়ের সহকারী অধ্যাপক মোঃ আবুল কালাম, সহকারী অধ্যাপক মনোয়ার খানম, সহকারী অধ্যাপক মোঃ নূরুল হক, মোস্তাফিজুর রহমান, মোয়াজ্জেম হোসেন, কৃষ্ণ চন্দ্র দাস, ওয়ালিউর রহমান মোল্লা, মোঃ আব্দুল কাদের, শারমিন সুলতানা, খোদেজা আক্তার, মিজানুর রহমান, শাহ জামাল, প্রভাষক ইমাম হোসেন, পবিত্র সাহা, আলী আহমেদ প্রমুখ।
কলেজ অধ্যক্ষ ও সভার সভাপতি নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, এখন তোমাদের গড়ার সময়। উচ্চ মাধ্যমিক পরিক্ষার ফলাফল দিয়ে ঠিক করবে তোমরা যে স্বপ্ন বুকে ধারণ করছো তার সুযোগ তোমরা নিতে পারবে কি-না? এই প্রতিষ্ঠা একটি নিয়মের মধ্যে চলে। তোমরা কেউ সেই নিয়ম ভাঙ্গতে পারবে না। পড়াশোনা সংক্রান্ত যে কোন বিষয়ে ক্লাস শিক্ষক বা আমাকে জানাবে।আমরা তার সমাধানে সর্বদা প্রস্তুত। তিনি অভিভাবকদের উদ্দেশ্য বলেন, আপনার সন্তান ঠিকভাবে পড়াশোনা করছে কি-না, নিয়মিত কলেজে আসছে কি-না তা তদারকি করবেন প্রয়োজনে কলেজে এসে খোঁজ খবর নিবেন। এসময় বিশেষ অতিথিগনও প্রায় একই পরামর্শ রেখে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
সভায় ২০২২-২৩ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া পাঁচশোর অধিক ছাত্র-ছাত্রীদের ও তাদের অভিভাবক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
নবীন বরণ অনুষ্ঠান উপলক্ষে পুরো কলেজকে বিভিন্ন রঙ বেরঙ বেলুনে ও সামিয়ানা দিয়ে সাজানো হয়েছে। পুরো কলেজ ক্যাম্পাসটিকে মনে হয়েছে বিয়ে বাড়ি। নবাগত শিক্ষার্থীরা নতুক শ্রেণিতে ভর্তির প্রথমদিন নতুন পোষাক পরিধান করে কলেজে উপস্থিত হয়েছে। নতুন বন্ধুদের পেয়ে পারস্পরিক আলাপে মজে উঠেছে তারা। প্রায় সকল শিক্ষার্থীকে এসময় সেল্ফি তোলার প্রতিযোগিতায় মেতে থাকতে দেখা যায়।
একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থী জয়ন্ত বন্ধুদের সাথে আড্ডায় মশগুল। তিনি বলেন, শুনেছি এই প্রতিষ্ঠানটি রাজনীতি মুক্ত, শিক্ষাপ্রতিষ্ঠানের এই স্তরে রাজনীতি থাকুক এটা তার অপছন্দ। কলেজের প্রথম দিন তার খুব ভালো লেগেছে, অনেক নতুন বন্ধু পেয়েছে সে। তার স্বপ্ন বড় হয়ে সে চিকিৎসক হবে।
একই শ্রেণিতে ভর্তি হওয়া পারমিতা দত্ত তার স্বপ্নের কথা বলতে গিয়ে জানালেন তিনি ব্যাংকার হতে চান। নতুন এই শিক্ষাপ্রতিষ্ঠানের সিমচাম পরিবেশ তার খুব ভালো লাগছে। অপরদিকে, প্রবাসী বাবার একমাত্র মেয়ে আয়শা আক্তার তার প্রতিক্রিয়ায় জানান, বাবা প্রবাসে থেকে স্বপ্ন দেখেন তাকে চিকিৎসক বানাবেন। সে বাবার স্বপ্ন পূরণে যথা সাধ্য চেষ্টা করবে। কলেজে অনেক নতুন বন্ধু হবে এজন্য তার বেশ খুশি হচ্ছে। মনোরম পরিবেশে কলেজটি হওয়ায় সে মুগ্ধ।