শ্রদ্ধা ও ভালোবাসায় কসবার উজ্জ্বল নক্ষত্র ইউসুফ মাস্টারের চিরবিদায়

ব্রাহ্মণবাড়িয়া, 20 January 2023, 140 বার পড়া হয়েছে,

মো. জুয়েল মিয়া,বিশেষ প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় হাজার হাজার ছাত্র শিক্ষক, জনতার ভালবাসায় শিক্ত হয়ে চিরবিদায় নিলেন কসবা উপজেলায় শিক্ষাক্ষেত্রে অপরিসীম অবদান রাখা উজ্জ্বল নক্ষত্র আবু ইউসুফ ভূইয়া(৫৬) মাস্টার। তিনি একাধারে একজন আদর্শ শিক্ষক, শিক্ষক নেতা, রাজনৈতিক নেতাসহ বহুগুণের অধিকারী ছিলেন। জাতি গড়ার কারিগর হিসেবে তিনি সারাজীবন নিরলসভাবে কাজ করে গেছেন। তার মেধা, সততা ও পরিশ্রমে কসবা পৌর উচ্চ বিদ্যালয় কসবা-আখাউড়া উপজেলায় অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের মর্যাদা লাভ করেন৷ গত বুধবার সন্ধ্যায় (১৮ জানুয়ারি) কুমিল্লায় হার্ট অ্যাটাকে তাঁর মৃত্যুতে পুরো কসবায় শোকের ছায়া নেমে আসে।

বৃহস্পতিবার (১৯জানুয়ারি)বাদ জোহর নিজ গ্রাম আকছিনা পূর্বপাড়া ঈদগাহ মাঠে তার জানাযায় মুসল্লীদের ঢল নামে। পরে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

হাজার হাজার গুণমুগ্ধ ছাত্র,শিক্ষক,অভিভাবক ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ সর্বস্থরের জনতা তাঁর জানাযায় অংশগ্রহণ করেন। জানাযার নামাজের আগে মুঠোফোনে আইনমন্ত্রী আনিসুল হক এই বহুমুখী প্রতিভার অধিকারী শিক্ষকের মৃত্যুতে গভীর সমবেদনা ও শোক প্রকাশ করেন।

এর আগে বৃহস্পতিবার দুপুর ১২টায় কসবা পৌর উচ্চ বিদ্যালয়ে তার মরদেহের কফিন নিয়ে গেলে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। এসময় প্রিয় শিক্ষক এর মরদেহ দেখে হাজার হাজার শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকসহ সহপাঠীরা কান্নায় ভেঙ্গে পড়েন।

উল্লেখ্য যে, মানুষ গড়ার কারিগর,জনপ্রিয় ও বরেণ্য শিক্ষক আবু ইউসুফ ভুইয়া কসবার অন্যতম জনপ্রিয় বিদ্যাপীঠ কসবা পৌর উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক হিসেবে ২২বছর যাবৎ অত্যন্ত সততা-মেধা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন এবং উপজেলায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষকের মর্যাদা লাভ করেন।

শিক্ষকতার পাশাপাশি তিনি রাজনীতিতেও একজন সফল ব্যক্তি ছিলেন।ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিতে তিনি ক্লীন ইমেজের ব্যক্তিত্বের অধিকারী ছিলেন। তিনি কসবা উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য, কসবা উপজেলা আওয়ামী লীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক, কসবা পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক ছিলেন৷ শিক্ষকদের অধিকার আদায়ে তিনি ছিলেন একজন নিবেদিত প্রাণ৷ তিনি উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির বর্তমান সভাপতি, কসবা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক তিন বারের নির্বাচিত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।

এছাড়া তিনি কুমিল্লাস্থ কসবা উপজেলা কল্যাণ সমিতির সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া জেলা কল্যাণ সমিতির সদস্য,বাংলাদেশ স্কাউটস ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাবেক সহ-সভাপতি ও বর্তমান সদস্য, বাংলাদেশ স্কাউটস কসবা উপজেলার বর্তমান সহ-সভাপতি ও সাবেক সহকারি কমিশনার এবং কমিশনার, কসবা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সদস্য সচিব, পানিয়ারূপ উচ্চ বিদ্যালয়ের সাবেক দুইবার নির্বাচিত অভিভাবক সদস্য,আকছিনা মাইলস্টোন প্রি ক্যাডেট স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি এবং আকছিনা- কুল্লাবাড়ী মডার্ণ হাই স্কুলের সভাপতি ছিলেন।

মৃত্যুকালে তিনি পিতা, স্ত্রী, তিন ছেলে, ভাই,বোন,আত্মীয় স্বজনসহ অগণিত গুণগ্রাহী রেখে গেছেন। জানা যায়,তিনি পরিবার নিয়ে কুমিল্লা নগরীর ঠাকুরপাড়া এলাকায় নিজ ফ্ল্যাটে এবং গ্রামের বাড়ি কসবার আকছিনা গ্রামে বসবাস করতেন।