নিহত মানিক মিয়ার পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন আগে খালাতো ভাই আসমত আলী ও একই বাড়ির কাজলের স্ত্রী শিরিনের এক লক্ষ টাকা সুদে দেন মানিক মিয়া। সেই টাকা ফেরত চাইলে তাদের দুজনের প্রায় সময় বাকবিতণ্ডা হতো। আজ সন্ধ্যায় আসমত আলী টাকা ফেরত নিতে মানিককে তার বাড়িতে যেতে বলেন। আসমত আলীর সাথে একপর্যায়ে মানিকের আবারও বাকবিতণ্ডা হয়। বাকবিতণ্ডার মধ্যেই আসমত আলী, শিরিন ও শামসুন্নাহার নামে আরও এক নারী মানিকের উপর হামলা করে। এসময় মানিককে দেয়ালের সাথে চেপে ধরলে সে অচেতন হয়ে পড়েন। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসাইন জানান, টাকা লেনদেনের বিষয় নিয়ে মানিক মিয়াকে হত্যার অভিযোগ এনেছে তার পরিবার। তার মরদেহটি ময়নাতদন্তের জন্যে হাসপাতালে পাঠানো হচ্ছে। তার পরিবার থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।