দৈনিক স্বাধীন বাংলা’র ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ 

ব্রাহ্মণবাড়িয়া, 3 January 2023, 131 বার পড়া হয়েছে,
নিউজ ডেস্ক : দৈনিক স্বাধীন বাংলা’র জেলা প্রতিনিধি মো. রেজাউলের সহযোগিতায় হতদরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৩ জানুয়ারি) সন্ধায় টেংকের পাড়স্থ ব্রাহ্মণবাড়িয়া পৌর কমিউনিটি সেন্টারের ২য় তলায় দৈনিক স্বাধীন বাংলা’র কার্যালয়ে বরাবরের ন্যায় এবারও হতদরিদ্র শীতার্তদের মাঝে কম্বল পৌঁছে দিচ্ছেন দৈনিক স্বাধীন বাংলা’র ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি মো. রেজাউল।
এসময় উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাডিয়া পৌর ডিগ্রী কলেজের প্রভাষক ফরিদ উদ্দিন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক পদ প্রার্থী পারভেজ চৌধুরী, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আমিনুল হক জুয়েল, পৌর ছাত্র লীগের সাধারণ সম্পাদক লিমন আল স্বাধীন। এছাড়াও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
কম্বল হাতে পেয়ে এক বৃদ্ধা বলেন, ‘কয়েক দিনের শীতে মোটা একটা কাপড়ের অভাবে ভালো করে ঘুমাতে পারতেছিলাম না। শীতে খুব কষ্ট করে রাত পার করতিছিলাম। কত জনকে কইছি একটা কম্বল দেওয়ার জন্য, কিন্তু কেউ দেয়নি। আজ উনি একটা কম্বল দিল। আজকে আরামে ঘুমাতে পারুম।