রোববার (০১ জানুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া শহরের ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে মেলার উদ্বোধন করা হয়। ভার্চ্যুয়ালি মেলার উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী।
তিতাস আবৃত্তি সংগঠনের সভাপতি মনির হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি মো. হেলাল উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা ওয়াসেল সিদ্দিকী, ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান আবু সাঈদ ও ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি প্রমুখ।
তিন দিনের এ মেলায় থাকছে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সম্মাননা প্রদান।
এ বছর অদ্বৈত সম্মাননা দেওয়া হচ্ছে অদ্বৈত গবেষক অ্যাডভোকেট মানিক রতন শর্মাকে।
মেলার প্রথমদিন সাংস্কৃতিক পর্বে প্রধান অতিথি অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মফিজ উদ্দিন আহমেদ ফরিদ।
মঙ্গলবার (৩ জানুয়ারি) বিকেল ৪টায় সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. শাহগীর আলম।
সাংস্কৃতিক পর্বে প্রধান অতিথি থাকবেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম ওরফে শিউলী আজাদ এমপি।
তিতাস আবৃত্তি সংগঠনের পরিচালক মো. মনির হোসেন জানান, ২০১৩ সাল থেকে তারা ব্রাহ্মণবাড়িয়ায় অদ্বৈত মেলা করে আসছেন। করোনার কারণে গত দুই বছর মেলা বন্ধ ছিল।
মেলায় বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে ১২টি স্টল দেওয়া হয়েছে। সাংস্কৃতিক পর্বে দেশের স্বনামধন্য আবৃত্তি শিল্পীদের বাইরেও ভারত থেকে শিল্পীরা অংশ নেবে।