সরাইলে সংসদ সদস্য প্রার্থী আশরাফ উদ্দিন মন্তুুর নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া, 30 December 2022, 197 বার পড়া হয়েছে,

মোঃরুবেল মিয়া,সরাইল : আসন্ন জাতীয় সংসদের উপ-নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া (সরাইল- আশুগঞ্জ) ২ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী সরাইল উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি এড. আশরাফ উদ্দিন মন্তু।

শুক্রবার (৩০ ডিসেম্বর) বিকালে উপজেলার সদর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের নতুন হাবেলী গ্রামের বালুরমাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সরাইল সদর ইউনিয়নের স্থানীয় নতুন হবেলী গ্রামের মো. শুক্কুর ডিলার এর সভাপতিত্বে ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. শের আলম মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া (সরাইল-আশুগঞ্জ) ২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এড. আশরাফ উদ্দিন মন্তু।

সভায় বক্তব্য দেন সদর ইউনিয়নের বিভিন্ন গ্রামের ইদু মিয়া মেম্বার, আওয়ামিলীগ নেতা আরজু ঠাকুর, সামিনুর রহমান, আনোয়ার হোসেন, মন মিয়া, মাফুজ মিয়া, মন্নর আলী, আলী হোসেন, নান্নু মিয়া, আলতাব আলী, মুমিন মিয়া প্রমুখ।

সভায় বক্তারা এড. আশরাফ উদ্দিন মন্তুকে তাদের সমর্থন জানান এবং তার পক্ষে কাজ করার ঘোষণা দেন।

সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী এড. আশরাফ উদ্দিন মন্তু তার বক্তব্যে বলেন, আমার রাজনীতির ৩০/৩২ বছরের জীবনে সরাইল উপজেলার প্রত্যেকটি গ্রামের মানুষের সাথে এবং আশুগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের মানুষের সাথে আমার সু-সম্পর্ক রয়েছে। আমি আপনাদের সহযোগিতা ও অনুমতি পেলে আগামী ৫ তারিখ আপনাদের সবাইকে নিয়ে মনোনয়ন পত্র জমা দিতে চাই।