কবুতর উড়ানো প্রতিযোগীতায় সরাইলে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া, 25 December 2022, 141 বার পড়া হয়েছে,

মো. রুবেল মিয়া,সরাইল : ব্রাহ্মণবাড়িয়া জেলা চ্যাম্পিয়ন লীগ ২০২২, ৭মাস ব্যাপী গ্রীষ্মকালিন নক আউট কবুতর উড়ানো প্রতিযোগীতা শেষে সরাইলে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ ডিসেম্বর) বিকালে সরাইল হাইফ্লাইয়ার পিজিয়ন লাভার্স এসোসিয়েশন কর্তৃক আয়োজিত সরাইল সৈয়দ সিরাজুল ইসলাম অডিটরিয়ামে এ উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

সরাইল হাইফ্লাইয়ার পিজিয়ন লাভার্স এসোসিয়েশন এর সভাপতি মো. আবুশাহ মুন্সি সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সরাইল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও আওয়ামী যুবলীগের সাধারন সম্পাদক মো. শের আলম মিয়া। এতে স্বাগত বক্তব্য রাখেন সরাইল হাইফ্লাইয়ার পিজিয়ন লাভার্স এসোসিয়েশন সিনিয়র সহ-সভাপতি দোলন মিয়া।

হাইফ্লাইয়ার পিজিয়ন লাভার্স এসোসিয়েশন সরাইল এর (ভারপ্রাপ্ত) সাধারন সম্পাদক মো. সোহেল মিয়া সঞ্চলনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সরাইল সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল জাব্বার, ব্রাহ্মণবাড়িয়া রেসার এন্ড হাই ফ্লাইয়ার পিজিয়ন ক্লাব এর সভাপতি মো. মানিক মিয়া, বিজয়নগর রেসার এন্ড হাই ফ্লাইয়ার পিজিয়ন ক্লাব এর সভাপতি মো. সুমন রেজা, কসবা রেসার এন্ড হাই ফ্লাইয়ার পিজিয়ন ক্লাব এর সভাপতি আব্দুল্লা আল- মামুন, সরাইলের বনিকপাড়া প্রবীন কবুতর সৌখিন রতন বনিক, সরাইলের কুট্টাপাড়া প্রবীন কবুতর সৌখিন আজহার মিয়া সরাইল উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি হাজি ইকবাল হোসেন, সমাজসেবক ও ব্যবসায়ী কামাল উদ্দিন সজল, ব্রাহ্মণবাড়িয়া সৌখিন কবুতর সংঘ এর সিনিয়র সহ-সভাপতি মো. জিল্লুর রহমান। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন ক্বারি জামাল হোসেন।

ফাইনাল খেলার ফলাফল-
১) জেলা চ্যাম্পিয়ন জাহাঙ্গীর ইনছান [ফ্লাইং টাইম ৬ ঘন্টা ৪৩ মিনি]
২) ১ম রানার আপ মো. শাজাহান [ফ্লাইং টাইম ৬ ঘন্টা ৩৫ মিনিট ]
৩) ২য় রানার আপ আব্দুল্লা আল মামুন [ফ্লাইং টাইম ৫ ঘন্টা ৫৮ মিনিট ]
৪) ৩য় রানার আপ আলামিন [ফ্লাইং টাইম ৫ ঘন্টা ৩২ মিনিট]
৫) ৪র্থ রানার আপ মেহেদী হাসান [ ফ্লাইং টাইম ৫ ঘন্টা ২০ মিনিট]