কসবায় ৩৪ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া, 22 December 2022, 89 বার পড়া হয়েছে,
নিউজ ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা থেকে ৩৪ কেজি গাঁজাসহ মো. মাসুম (৪০) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২১ ডিসেম্বর) দুপুরে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।গ্রেফতারকৃত মাসুম উপজেলার বেলতলী গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে।

মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক মো. আমানুল্লাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোররাতে বায়েক ইউনিয়নের বেলতলী গ্রামের মো. মাসুমের চায়ের স্টলে অভিযান চালায় পুলিশ। এসময় চায়ের স্টলটির ভেতরে তল্লাশি চালিয়ে ৩৪ কেজি গাঁজা উদ্ধার পূর্বক জব্দ করা হয়। এই ঘটনায় মো. মাসুমকে গ্রেফতার করা হয়।

তদন্তকারী কর্মকর্তা আরও জানান, মাসুম চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে ইতিপূর্বে আরও মাদক মামলা রয়েছে। সে চা স্টলের ব্যবসার আড়ালে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। স্থানীয়রা জানিয়েছে, তা স্ত্রীও মাদক ব্যবসার সাথে জড়িত। তবে স্ত্রীর বিরুদ্ধে ইতিপূর্বে কোন মামলা রেকর্ডে পাওয়া যায়নি।