মোঃ রুহুল আমিনঃ চাঁদপুরের শাহরাস্তি উপজেলার বিয়াম ল্যাবরেটরি স্কুলে Parents day Certificate Awarding Ceremony and Tiffin Festival-2022 অনুষ্ঠিত হয়েছে। ২০ ডিসেম্বর (মঙ্গলবার) বেলা ১১ ঘটিকায় বিদ্যালয়ের মাঠে উক্ত অনুষ্ঠান সম্পন্ন হয়। পবিত্র কোরআন তেলওয়াত ও গীতা পাঠ এর মাধ্যমে উক্ত অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয়ের অধ্যক্ষ নুরুল ইসলাম প্রধানিয়া।
উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ইমাম হোসেন মজুমদার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হুমায়ন রশিদ।
সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, চাকরি জীবনে ইতিমধ্যে চাঁদপুর সহ মোট ৭টি জেলায় কাজ করার সুযোগ হয়েছে আমার। কিন্তু শাহরাস্তি উপজেলার বিয়াম ল্যাবরেটরি স্কুলের ব্যতিক্রমী উদ্যোগে আমি মুগ্ধ। কোন জেলায় এমন অনুষ্ঠানের আয়োজন করতে আমি দেখিনি। তিনি আরও বলেন, অত্র বিদ্যালয়ের শিক্ষার গুণগতমান ও অগ্রগতিতে বিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের অভিভাবকগনের ভূমিকা বিদ্যালয়ের উন্নতিতে বিশাল অবদান রাখতে পারে।
বিশেষ অতিথি হিসাবে সভায় বক্তব্য রাখেন, শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শহীদ হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরান।
বিশেষ অতিথি হিসাবে আরও উপস্থিত ছিলেন, শাহরাস্তি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আমজাদ হোসেন, পুলিশ পরিদর্শক (তদন্ত) কামরুজ্জামান এবং শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের সদ্য নির্বাচিত সাধারণ সম্পাদক জুলফিকার মোহাম্মদ আনোয়ার, বিদ্যালয়ে কর্মরত শিক্ষক-শিক্ষিকা অভিভাবক সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রোনিক্স চ্যানেলে কর্মরত সাংবাদিকবৃন্দ।
উল্লেখ্য, প্রতি বছর শেষে এই অনুষ্ঠানের মাধ্যমে অভিভাকবৃন্দের আন্তরিকতা এবং অক্লান্ত পরিশ্রমের প্রতি সম্মান জানাতে বিয়াম ল্যাবরেটরি স্কুল কর্তৃপক্ষ আয়োজন করে Parents’ Day। এই অনুষ্ঠানে শিক্ষার্থীরা কৃতিত্বের সাথে একটি শিক্ষাবর্ষ সম্পন্ন করায় পরীক্ষার ফলাফল ঘোষণার পূর্বেই তাদের হাতে তুলে দেওয়া হয় শিক্ষাবর্ষ সমাপনী সনদ। প্রচলিত রীতিতে পরীক্ষা অনুষ্ঠিত হলেও বার্ষিক পরীক্ষাকে এই প্রতিষ্ঠানে অতিরিক্ত গুরুত্ব দেয়া হয়না। কারন এখানে সারাবছর নানাভাবে শিক্ষার্থীদের অগ্রগতি মূল্যায়ন করা হয়। এই সমাপনী সনদ শিক্ষার্থীগন তাদের মা-বাবার হাতে তুলে দিয়ে মা-বাবাকে সালাম করে। মা-বাবাও পরম মমতায় জড়িয়ে ধরেন তাঁদের আদরের সন্তানদের। এই সময় তৈরী হয় এক আবেগঘন পরিবেশ।
তাছাড়া শিক্ষার্থীরা বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে মা-বাবার বন্দনায় দিনটি উদযাপন করে থাকে।
এছাড়াও বিদ্যালয়ে অধ্যয়নরত একই শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দের মধ্যে সম্প্রীতি এবং বন্ধন গড়ে তুলে একটি সুদৃঢ় শিক্ষা পরিবার গড়তে আয়োজন করা হয় Tiffin Festival। অভিভাবকবৃন্দ প্রতিদিন তার সন্তানকে স্কুলে পাঠানোকালে যে খাবার সাথে দেন, এইদিন সেরূপ খাবার সকল অভিভাবক-শিক্ষক-শিক্ষার্থীগন একে অপরের সাথে ভাগাভাগি করেন।
অনুষ্ঠানে সভাপতি তার বক্তব্যে বলেন, বিয়াম ল্যাবরেটরি স্কুলের অগ্রগতির জন্য আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে। তিনি অনুষ্ঠানকে সফল করার জন্য উপস্থিত সকল আমন্ত্রিত অতিথি, বিদ্যালয়ের সকল শিক্ষার্থী, অভিভাবক, উপজেলা প্রাশাসনের সকল কর্মকর্তা-কর্মচারিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
উল্লেখ্য, বিয়াম ল্যাবরেটরি স্কুলটি বিয়াম ফাউন্ডেশন অধিভুক্ত এবং শাহরাস্তি উপজেলা প্রশাসন কর্তৃক পরিচালিত। ২০১৭ সালে এই শিক্ষাপ্রতিষ্ঠানটি তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাবিব উল্লাহ মারুফ এর ঐকান্তিক প্রচেষ্টায় স্থাপিত হয়েছে। তিনিই এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সভাপতি ও ব্যবস্থাপনা কমিটির প্রতিষ্ঠাতা সভাপতির দায়িত্ব পালন করেছিলেন।