ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ চেয়ারম্যানের ব্যক্তিগত কার্যালয়ে চুরি

ব্রাহ্মণবাড়িয়া, 1 December 2022, 91 বার পড়া হয়েছে,
নিউজ ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকারের ব্যক্তিগত কার্যালয়ে চুরির অভিযোগ পাওয়া গেছে। বুধবার (৩০ নভেম্বর) রাতের কোন এক সময় এ ঘটনা ঘটে।

কেয়ারটেকার মো. ওসমান জানান, সকাল সাড়ে আটটায় এসে দেখেন ওপরের ঢেউটিন কাটা। ভেতরের দুটি আলমারি ভাঙা।

আল-মামুন সরকারের অভিযোগ, টিনের চালা কেটে কক্ষে প্রবেশ করে নগদ ছয় থেকে সাত লাখ টাকা ও জেলা আওয়ামী লীগের কিছু নথি চুরি করা হয়েছে। উদ্দেশ্যমূলকভাবে এ চুরির ঘটনা ঘটানো হয়েছে বলে দাবি করেন তিনি।

এর আগে ২০২১ সালের মার্চে হেফাজতের তাণ্ডবের শিকার হয় শহীদ ধীরেন্দ্রনাথ ভাষা চত্বরে অবস্থিত ওই কার্যালয়। তখন পুরো কার্যালয় আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছিল।

চুরির অভিযোগে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সদর থানার ওসি এমরানুল হক জানান, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।