আল-মামুন সরকার’কে হার্ট ফাউন্ডেশন হাসপাতালের ফুলের শুভেচ্ছা

ব্রাহ্মণবাড়িয়া, 22 November 2022, 121 বার পড়া হয়েছে,
আদিত্ব্য কামাল : ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ চেয়ারম্যান আল-মামুন সরকার পূনরায় ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল।
মঙ্গলবার (২২ নভেম্বর) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল মিলনায়তনে এ শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন, ছিলেন হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক- অ্যাডভোকেট মিন্টু ভৌমিক, সহ-সভাপতি অ্যাডভোকেট হাবিবুর রহমান, ফাউন্ডেশনের কার্যনির্বাহী সদস্য ও জনতার খবরের নির্বাহী সম্পাদক এইচ এম জাকারিয়া জাকির, অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফরিদা নাজনীন, প্রভাষক দ্বীপবাবু, পণ্ডিত পলাশ ভট্রাচার্য, ফাউন্ডেশনের উপ-পরিচালক ডাক্তার জহিরুল হক, ফাউন্ডেশনের প্রশাসনিক কর্মকর্তা জাকারিয়া বাবু, এছাড়াও প্রশাসনিক কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় জনাব আল-মামুন সরকারের কর্মময় জীবনের সাফল্য কামনা করা হয়।