ব্রাহ্মণবাড়িয়া আ’লীগের সম্মেলন, নেতৃত্বে রয়ে গেলেন পুরাতনরাই

ব্রাহ্মণবাড়িয়া, 12 November 2022, 121 বার পড়া হয়েছে,
জাকারিয়া জাকির : ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগে পুনরায় আগের কমিটিকেই নেতৃত্ব প্রদান করা হয়েছে। আজ শনিবার (১২ নভেম্বর) বিকেলে দীর্ঘ ৮ বছর পর ব্রাহ্মণবাড়িয়া নিয়াজ মোহাম্মদ স্টেডিয়ামে আয়োজিত ত্রিবার্ষিক সম্মেলনে এই ঘোষণা দেন দলের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম।

সম্মেলনে শেখ সেলিম তার বক্তব্যের শেষ দিকে সভাপতি হিসেবে  র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি, সাধারণ সম্পাদক হিসেবে আল মামুন সরকার, সিনিয়র সহ-সভাপতি সাবেক মেয়র হেলাল উদ্দিন, সহ-সভাপতি হেলাল উদ্দিন ও যুগ্ম-সাধারণ সম্পাদক পদে মাহবুবুল চৌধুরী মন্টুর নাম ঘোষণা করেন। আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করার নির্দেশ প্রদান করা হয়েছে। নতুন কমিটিতে পদ পাওয়ারা সবাই বিগত কমিটিতে একই পদে ছিলেন।

সম্মেলনে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এছাড়াও এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক   মাহবুবুল আলম হানিফ এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, ত্রাণ ও পূর্নবাসন সম্পাদক সুজিত রায় নন্দী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, কেন্দ্রীয় কমিটির সদস্য মেরিনা জাহান এমপি, এ্যারোমা দত্ত এমপি প্রমুখ।

এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনের এমপি ক্যাপ্টেন অবঃ তাজুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের এমপি ফরহাদ হোসেন সংগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের এমপি এবাদুল করিম।
জেলা আওয়ামী লীগের সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি’র সভাপতিত্বে সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আল মামুন সরকার।