শনিবার ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সম্মেলন

ব্রাহ্মণবাড়িয়া, 10 November 2022, 105 বার পড়া হয়েছে,

৮ বছর পর আগামী ১২ নভেম্বর শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। সম্মেলনকে ঘিরে নেতা-কর্মীদের মাঝে বিরাজ করছে উৎসব আমেজ ও চাঙাভাব। সম্মেলনে প্রায় লক্ষাধিক লোকের সমাগম হবে বলে আশা করছেন দলের নেতারা।

ইতিমধ্যেই জেলার আশুগঞ্জ থেকে ব্রাহ্মণবাড়িয়া সদরের প্রবেশ পথ ও শহরের বিভিন্ন স্থানে নির্মাণ করা হয়েছে শতাধিক তোরণ।

পোষ্টার, বিলবোর্ড ও ব্যানারে ছেয়ে গেছে পুরো জেলা শহর। শনিবার দুপুর ২টায় নিয়াজ মোহাম্মদ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই সম্মেলন। স্টেডিয়ামে নির্মিত হচ্ছে বিশালাকারের প্যান্ডেল।
সম্মেলনে প্রধান অতিথি থাকবেন সাবেক মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপি।

সম্মেলন উদ্বোধন করবেন সড়ক ও সেতু মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি।

জেলা আওয়ামী লীগের সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া সদর আসনের সংসদ সদস্য, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, সদস্য পারভীন সুলতানা কল্পনা।

প্রধান বক্তার বক্তব্য রাখবেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি। বিশেষ বক্তা থাকবেন বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ আব্দুস সবুর।

আমন্ত্রিত অতিথি থাকবেন ব্রাহ্মণবাড়িয়া-৪-(কসবা-আখাউড়া) আসনের সংসদ সদস্য ও আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক, ব্রাহ্মণবাড়িয়া-৬- (বাঞ্ছারামপুর) আসনের সংসদ সদস্য ক্যাপ্টেন (অবঃ) এ.বি.এম তাজুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া-৫-(নবীনগর) আসনের সংসদ সদস্য এবাদুল করিম বুলবুল, ব্রাহ্মণবাড়িয়া-১-(নাসিরনগর) আসনের সংসদ সদস্য বিএম ফরহাদ হোসেন সংগ্রাম, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম ওরফে শিউলী আজাদ। স্বাগত বক্তব্য রাখবেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আল-মামুন সরকার।

দীর্ঘ ৮ বছর পর অনুষ্ঠিতব্য ত্রি-বার্ষিক সম্মেলনে বর্তমান সভাপতি র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি ও সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আল-মামুন সরকার স্বপদে বহাল থাকবেন বলেই আলোচনা আছে নেতা-কর্মীদের মাঝে।

তবে সভাপতি ও সাধারন সম্পাদকের মধ্যে নীরব দ্বন্দ্বের বিষয়টিও  নেতা-কর্মীদের মধ্যে আলোচনা আছে।   সম্মেলনের মধ্য দিয়ে সভাপতি ও সাধারণ সম্পাদকের মধ্যে থাকা নীরব দ্বন্দ্বের অবসান হবে বলে আশাবাদ দলের তৃণমূলের নেতাকর্মীদের।

এবারের সম্মেলনে জেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদক কেউ প্রার্থী হননি। এছাড়াও জেলা আওয়ামী লীগের সম্মেলনে সভাপতি পদে কেউ প্রার্থী হননি।

তবে সাধারন সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করে বর্তমান কমিটির সহ-সভাপতি মোঃ হেলাল উদ্দিন (পুনিয়াউট), যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহাবুবুল বারী চৌধুরী মন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মহিউদ্দিন খাঁন খোকন ও জেলা শ্রমিক লীগের একাংশের সভাপতি কাউছার আহমেদ শহরে বিভিন্ন স্থানে বিলবোর্ড-ব্যানার টানিয়েছেন। তবে সাধারণ সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করে মাহাবুবুল বারী চৌধুরী মন্টু শহরে বেশ কিছু তোরণ নির্মান ও বিলবোর্ড, ব্যানার টানিয়েছেন।

জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও  জেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান আল-মামুন সরকার বলেন, বিগত সম্মেলনেও আমি  প্রার্থী হইনি। দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে যেখানে রাখবেন, সেটাই আমি মেনে নিবো। জেলা আওয়ামী লীগের সভাপতি ও সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেন, আমি কোনো পদেই প্রার্থী নই। এটা প্রধানমন্ত্রী ও দলীয় প্রধানের ব্যাপার। ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ ঐক্যবদ্ধ। আশা করছি সম্মেলনে লক্ষাধিক লোকের সমাগম হবে।