আখাউড়ায় চার কালোবাজারি কাছে ছিল ট্রেনের ৮৫টি টিকেট,জরিমানা করে ছাড়

ব্রাহ্মণবাড়িয়া, 6 November 2022, 92 বার পড়া হয়েছে,
নিউজ ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে ট্রেনের টিকিটসহ আটক চার কালোবাজারিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (৬ নভেম্বর) সকালে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত চক্রবর্তী এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত চক্রবর্তী জানান, আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার শ্যামনগরের বাদশা মিয়া ও স্বপন মিয়া, আখাউড়ার নারায়ণপুরের হিরণ মিয়া এবং নুরপুরের রানা মিয়া নামের ট্রেনের টিকেট কালোবাজারিকে আটক করা হয়। আটকের পর তাদেরকে তল্লাশি করে বিভিন্ন আন্তঃনগর ট্রেনের ৮৫টি টিকেট পাওয়া যায়। এই ঘটনায় ভ্রাম্যমাণ আদালত তাদেরকে ৩১ হাজার টাকা জরিমানা করে।

এসময় জাতীয় পরিচয়পত্র দেখে নিয়ম অনুসারে টিকিট বিক্রির জন্য রেলওয়ে স্টেশনের বুকিং সহকারিদের প্রতি নির্দেশনা দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। -(সরোদ)