নিউজ ডেস্ক : ডাব্লিউএফপি’র সহযোগীতায় শিক্ষা নিয়ে কাজ করা আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা রুম টু রিড এর আয়োজনে শ্রেণিকক্ষ পাঠাগার ব্যাবস্থাপনা ও কার্যক্রম বিষয়ক দিন ব্যাপী অবহিতকরণ সভা’র উদ্বোধন।
৪ নভেম্বর কুতুবদিয়া অফিসার্স ক্লাব ভেন্যুতে প্রধান শিক্ষকদের নিয়ে আয়োজিত অবহিতকরণ সভার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান হিসেবে উপস্থিত ছিলেন জনাব দীপংকর তঞ্চঙ্গা, উপজেলা নির্বাহী অফিসার কুতুবদিয়া, কক্সবাজার। রুম টু রিড এর এলএফ আফজালুর রহমান রিপনের প্রাণবন্ত উপস্থাপনায় স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র লিটারেসি প্রোগ্রাম অফিসার ও প্রশিক্ষক মিজানুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার জনাব মোহাম্মদ শহীদ উল্লাহ। প্রশিক্ষক ছিলেন কে এস রেড ক্রিসেন্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হামিদ।
এ ভেন্যুতে কুতুবদিয়ার ২৮ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ অংশগ্রহণ করেন। কুতুবদিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণের অপর ভেন্যুতে একই বিষয়ের অবহিতকরণ সভার উদ্বোধন করেন জনাব মুসলিম উদ্দিন।
এছাড়া কুতুবদিয়া উপজেলা রিসোর্স সেন্টারে সহকারী শিক্ষকগণের ব্যাচ উদ্বোধন করেন সহকারী ইন্সট্রাক্টর জনাব মোহাম্মদ আব্দুর রাজ্জাক।
রুম টু রিড কুতুবদিয়ায় ৫৯ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্বাধীন পাঠক করার লক্ষে শিক্ষা উপকরণ প্রদান, পড়ার অভ্যাস ও দক্ষতা উন্নয়নে অসাধারণ কাজ করছে।
শিক্ষানুরাগী উপজেলা নির্বাহী অফিসার তার বক্তব্যে বলেন রুম টু রিড সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়, অধিদপ্তর, এনসিটিভি, ন্যাপ ও সংশ্লিষ্ট দপ্তরের অনুমোদনক্রমে সরকারের পাশাপাশি প্রাথমিক শিক্ষার উন্নয়নে সহযোগীতা করছে। তিনি এ সস্থার ভূয়সী প্রশংসা করেন এবং তাঁর সহযোগীতা অব্যাহত রাখার আশ্বাস দেন।